নোবিপ্রবিতে আগুন: পুড়ে ছাই অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, নথি

  • Update Time : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / 176

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রশাসনিক ভবনের ৪র্থ তলার দক্ষিণ অংশে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানা যায় নি।

আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ উদঘাটন করা যাবে।

এসময়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ ও কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নোবিপ্রবিতে আগুন: পুড়ে ছাই অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, নথি

Update Time : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রশাসনিক ভবনের ৪র্থ তলার দক্ষিণ অংশে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানা যায় নি।

আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ উদঘাটন করা যাবে।

এসময়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ ও কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।