নোবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন
- Update Time : ০৫:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 170
এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধিঃ
মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় ও বাংলা নতুন বছর ১৪২৯ কে বরণ করে নিয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর উৎসবমুখর পরিবেশে বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রতীকি চিত্রের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরা হয়।
মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম।এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দপ্তরসমূহের পরিচালক, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ,বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সবাইকে বাংলা নববর্ষ-১৪২৯ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। বাঙালির জীবনে বাংলা নববর্ষ প্রধানতম একটি অনুষ্ঠান। বাঙালির চিরায়ত এ উৎসবে পুরাতন বছরের জরা-গ্লানিকে ভুলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। বাঙালির চিরাচরিত সংস্কৃতি-ঐতিহ্য হৃদয়ে ধারণ করে নতুন বছরে সবাইকে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাব এই প্রত্যাশা করছি। বাংলা নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি।জয় বাংলা।জয় বঙ্গবন্ধু।’