ডাবের পানি খাইয়ে ঢাবি শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
- Update Time : ১০:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 201
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
৭৭ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করার পর অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ডাবের পানি খাইয়ে শিক্ষার্থীর দীর্ঘ ৭৭ ঘণ্টার অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান । এসময় উপাচার্য শিক্ষার্থীর ৬ দফা দাবির সঙ্গে একমত পোষণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজা মেডিকেল সেন্টারে চিকিৎসার আধুনিকায়ন ও পরিবেশের উন্নয়নসহ ৬ দফা দাবিতে অনশন করছিলেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি৷
উপাচার্য মোঃ আখতারুজ্জামান বলেন, এরইমধ্যে ৬ দফা কিছু কিছু বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
দুই বছরের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন একটি ভবন নির্মাণ করা হবে বলেও এসময় উল্লেখ করেন উপাচার্য।
এসময় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।