ঢাবিতে ফিরে আসছে সান্ধ্য কোর্স, ২০২২-২৩ থেকে থাকছেনা ঘ ইউনিট

  • Update Time : ০৭:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / 206

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

নতুন নীতিমালার আলোকে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) চালুর অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। তবে প্রত্যেক বিভাগ এ ধরনের সর্বোচ্চ একটি কোর্স চালু করতে পারবে। এসব কোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার আগে অনুমোদন নিতে হবে।

আজ, রোববার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক নিয়মিত সভায় ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দেওয়া হয়৷ উপাচার্য মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, এখন থেকে প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে যে প্রোগ্রামটি শুরু করা হবে, সেটি নতুন নীতিমালার আলোকে নতুনভাবে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নিতে হবে। তার জন্য নতুন করে আবেদন করতে হবে। কোনো বিভাগ একাধিক প্রোগ্রাম চালু করতে পারবে না। যেসব বিভাগ এতদিন দুই-তিনটি করে প্রোগ্রাম চালু রেখেছিল, তারা যে প্রোগ্রামটি এখন চালু রাখতে চান, সেটির জন্য অনুমোদন নিতে হবে এবং সেই প্রোগ্রামের নামও পাল্টে যাবে।

তিনি আরও বলেন, প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে, শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না, জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ২ দশমিক ৫-এর নিচে থাকতে পারবে না। এসব নতুন নিয়ম মেনে শিক্ষার্থী-ভর্তি করতে হবে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রোগ্রাম পরিচালনা করা যাবে না।

এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, পরীক্ষা হবে চারটি ইউনিটে। বদলে যাবে ইউনিটগুলোর নাম গুলোও।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নাম হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি বা সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার সিদ্ধান্তও চূড়ান্ত করেছে সিন্ডিকেট।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ফিরে আসছে সান্ধ্য কোর্স, ২০২২-২৩ থেকে থাকছেনা ঘ ইউনিট

Update Time : ০৭:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

নতুন নীতিমালার আলোকে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) চালুর অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। তবে প্রত্যেক বিভাগ এ ধরনের সর্বোচ্চ একটি কোর্স চালু করতে পারবে। এসব কোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার আগে অনুমোদন নিতে হবে।

আজ, রোববার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক নিয়মিত সভায় ‘প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ (সান্ধ্য কোর্স) ফের চালুর অনুমোদন দেওয়া হয়৷ উপাচার্য মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, এখন থেকে প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে যে প্রোগ্রামটি শুরু করা হবে, সেটি নতুন নীতিমালার আলোকে নতুনভাবে একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নিতে হবে। তার জন্য নতুন করে আবেদন করতে হবে। কোনো বিভাগ একাধিক প্রোগ্রাম চালু করতে পারবে না। যেসব বিভাগ এতদিন দুই-তিনটি করে প্রোগ্রাম চালু রেখেছিল, তারা যে প্রোগ্রামটি এখন চালু রাখতে চান, সেটির জন্য অনুমোদন নিতে হবে এবং সেই প্রোগ্রামের নামও পাল্টে যাবে।

তিনি আরও বলেন, প্রফেশনাল ও এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে, শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না, জিপিএ বা সিজিপিএর ক্ষেত্রে ২ দশমিক ৫-এর নিচে থাকতে পারবে না। এসব নতুন নিয়ম মেনে শিক্ষার্থী-ভর্তি করতে হবে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রোগ্রাম পরিচালনা করা যাবে না।

এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, পরীক্ষা হবে চারটি ইউনিটে। বদলে যাবে ইউনিটগুলোর নাম গুলোও।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নাম হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি বা সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার সিদ্ধান্তও চূড়ান্ত করেছে সিন্ডিকেট।