হীরালাল সেন পদক পেল রেজওয়ান শাহরিয়ারের ‘নোনা জলের কাব্য’

  • Update Time : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 158

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

হীরালাল সেন পদক প্রদানের মাধ্যমে সমাপ্ত হলো ডিইউএফএসের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’ উৎসব। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক পেয়েছে রেজওয়ান শাহরিয়ার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’।

গত দুই বছরে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে এবার হীরালাল সেন পদকের জন্য মনোনীত হয়েছিল ‘নোনাজলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘চন্দ্রাবতী কথা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। বিচারকেরা রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটিকে এ বছর হীরালাল সেন পদকের জন্য নির্বাচিত করেন। রেজওয়ান শাহরিয়ার নিজেই পুরস্কারটি গ্রহণ করেন। এ ছাড়া এ বছর শ্রেষ্ঠ কাহিনির জন্য ‘লাল মোরগের ঝুঁটি’, শ্রেষ্ঠ সম্পাদনার জন্য ‘রেহানা মরিয়ম নূর’ ও শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রকে হীরালাল সেন পদক দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মের এই সময়ে দর্শকদের সিনেমা হলে চলচ্চিত্র দেখার আয়োজনকে একটি উৎসব হিসেবে নিয়মিত উদ্‌যাপন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সাধুবাদ জানাই।’
লাইলুন নাহার বলেন, ‘আমরা যখন চলচ্চিত্র আন্দোলন করতাম, তখন দুটি কথা বলতাম। এক, চলচ্চিত্র নির্মাণ; দুই, দর্শক নির্মাণ। আজ এই আয়োজন দেখে আমার মনে হচ্ছে, আমাদের আন্দোলন সফল।’

বাংলাদেশ ও ফরাসি সরকারের প্রাথমিক অর্থায়নে বাংলাদেশের মাই পিক্সেল স্টোরি, হাফ স্টপ ডাউন ও ফ্রান্সের আরসাম ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটি ২০২১ সালের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবনসংগ্রাম, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই, জেলেসমাজের রীতি ও সাংস্কৃতিক প্রভাব এ চলচ্চিত্রের বিষয়বস্তু।

উল্লেখ্য, ভাষাশহীদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আমার ভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ডিইউএফএস।

Tag :

Please Share This Post in Your Social Media


হীরালাল সেন পদক পেল রেজওয়ান শাহরিয়ারের ‘নোনা জলের কাব্য’

Update Time : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

হীরালাল সেন পদক প্রদানের মাধ্যমে সমাপ্ত হলো ডিইউএফএসের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’ উৎসব। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক পেয়েছে রেজওয়ান শাহরিয়ার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’।

গত দুই বছরে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে এবার হীরালাল সেন পদকের জন্য মনোনীত হয়েছিল ‘নোনাজলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘চন্দ্রাবতী কথা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। বিচারকেরা রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটিকে এ বছর হীরালাল সেন পদকের জন্য নির্বাচিত করেন। রেজওয়ান শাহরিয়ার নিজেই পুরস্কারটি গ্রহণ করেন। এ ছাড়া এ বছর শ্রেষ্ঠ কাহিনির জন্য ‘লাল মোরগের ঝুঁটি’, শ্রেষ্ঠ সম্পাদনার জন্য ‘রেহানা মরিয়ম নূর’ ও শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রকে হীরালাল সেন পদক দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মের এই সময়ে দর্শকদের সিনেমা হলে চলচ্চিত্র দেখার আয়োজনকে একটি উৎসব হিসেবে নিয়মিত উদ্‌যাপন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সাধুবাদ জানাই।’
লাইলুন নাহার বলেন, ‘আমরা যখন চলচ্চিত্র আন্দোলন করতাম, তখন দুটি কথা বলতাম। এক, চলচ্চিত্র নির্মাণ; দুই, দর্শক নির্মাণ। আজ এই আয়োজন দেখে আমার মনে হচ্ছে, আমাদের আন্দোলন সফল।’

বাংলাদেশ ও ফরাসি সরকারের প্রাথমিক অর্থায়নে বাংলাদেশের মাই পিক্সেল স্টোরি, হাফ স্টপ ডাউন ও ফ্রান্সের আরসাম ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটি ২০২১ সালের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবনসংগ্রাম, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই, জেলেসমাজের রীতি ও সাংস্কৃতিক প্রভাব এ চলচ্চিত্রের বিষয়বস্তু।

উল্লেখ্য, ভাষাশহীদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আমার ভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ডিইউএফএস।