নবীনদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৪:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 178

সাঈদ হাসান, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুবি ক্যাম্পাস। ক্যাম্পাসের চারদিকের গাঁদা, জিনিয়া, শিমুল, রজনীগন্ধা ফুলের সৌরভে নবীনদের আগমণে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটি চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে লাল মাটির ক্যাম্পাসে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ফুল ও মিষ্টিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। ফলে সকাল থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান কাঁঠালতলা, গোলচত্বর, মুক্তমঞ্চ, শহীদ মিনারসহ বিভিন্ন বিভাগে দেখা যায় এই নবীনদের। সিনিয়রদের সাথে পরিচয় এবং তাদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন নবাগাত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ। ক্যাম্পাসে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এদিনের জন্য অনেক প্রতীক্ষায় ছিলাম। আজকের দিনে উষ্ণতায় উদ্দীপিত হওয়ার প্রতিক্ষায় কেটেছে অনেক নির্ঘুম রাত। আজ সব বাধা বিঘ্নকে পেরিয়ে সেই অমৃত ক্ষণের সাক্ষাৎ পেলাম। এখন নিজে সরাসরি সেটা স্বাদ উপভোগ করছি।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে বিভাগের প্রধান অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মধ্যদিয়ে এখানে যারা ভর্তি হয়েছ তাদের অভিনন্দন। এখানে সহজেই একটি সিট বরাদ্দ করা যায় না। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে একটি সংগ্রামের মধ্যদিয়ে এখানে এসেছ৷ আশাকরি এই সংগ্রাম আগামী দিনেও বজায় থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Update Time : ০৪:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

সাঈদ হাসান, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুবি ক্যাম্পাস। ক্যাম্পাসের চারদিকের গাঁদা, জিনিয়া, শিমুল, রজনীগন্ধা ফুলের সৌরভে নবীনদের আগমণে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটি চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে লাল মাটির ক্যাম্পাসে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ফুল ও মিষ্টিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। ফলে সকাল থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান কাঁঠালতলা, গোলচত্বর, মুক্তমঞ্চ, শহীদ মিনারসহ বিভিন্ন বিভাগে দেখা যায় এই নবীনদের। সিনিয়রদের সাথে পরিচয় এবং তাদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন নবাগাত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ। ক্যাম্পাসে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এদিনের জন্য অনেক প্রতীক্ষায় ছিলাম। আজকের দিনে উষ্ণতায় উদ্দীপিত হওয়ার প্রতিক্ষায় কেটেছে অনেক নির্ঘুম রাত। আজ সব বাধা বিঘ্নকে পেরিয়ে সেই অমৃত ক্ষণের সাক্ষাৎ পেলাম। এখন নিজে সরাসরি সেটা স্বাদ উপভোগ করছি।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে বিভাগের প্রধান অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মধ্যদিয়ে এখানে যারা ভর্তি হয়েছ তাদের অভিনন্দন। এখানে সহজেই একটি সিট বরাদ্দ করা যায় না। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে একটি সংগ্রামের মধ্যদিয়ে এখানে এসেছ৷ আশাকরি এই সংগ্রাম আগামী দিনেও বজায় থাকবে।