ঢাকা কলেজে ‘বাংলা শুদ্ধ বানান ও উচ্চারণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 200

ঢাকা কলেজ প্রতিনিধি: 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজে ‘বাংলা শুদ্ধ বানান ও উচ্চারণ শিক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী।

তিনি বলেন, বাংলা বানান এবং উচ্চারণের ক্ষেত্রে নতুন প্রজন্মকে সতর্ক হতে হবে। এজন্য পারিবারিকভাবেই ছোট থেকে বাচ্চাদের শুদ্ধ বানান চর্চা ও উচ্চারণে উদ্বুদ্ধ করতে হবে। লিখতে ও পড়তে উভয় ক্ষেত্রেই শুদ্ধ বাংলার ব্যবহার অপরিহার্য।অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মতো করে একেকটি শব্দকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যা খুবই ভয়াবহ একটি বিষয়। এ ব্যাপারগুলোতে ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সচরাচর আমরা যে ভাষা ব্যবহার করি তা উচ্চারণে ও লিখতে আমাদের সতর্ক থাকতে হবে। আধুনিক রাষ্ট্রের একজন উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো বাংলা ভাষার যথাযথ প্রয়োগ ও বিশ্ব দরবারে বাংলাকে গর্বের জায়গায় নিয়ে যাওয়া।

সভাপতির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমি একজন অধ্যক্ষ হিসেবে দাপ্তরিক চিঠিপত্রে বানানের ব্যাপারে সতর্ক থাকি। ছাত্রদেরকে বলব তোমরাও মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করবে।

আলোচনা সভা শেষে কলেজের একাদশ-দ্বাদশ ও স্নাতক-
স্নাতকোত্তর শ্রেণির ছাত্রদের জন্য নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযােগিতায় বিজয়ীদের পুরুষ্কার দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকা কলেজে ‘বাংলা শুদ্ধ বানান ও উচ্চারণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

ঢাকা কলেজ প্রতিনিধি: 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজে ‘বাংলা শুদ্ধ বানান ও উচ্চারণ শিক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী।

তিনি বলেন, বাংলা বানান এবং উচ্চারণের ক্ষেত্রে নতুন প্রজন্মকে সতর্ক হতে হবে। এজন্য পারিবারিকভাবেই ছোট থেকে বাচ্চাদের শুদ্ধ বানান চর্চা ও উচ্চারণে উদ্বুদ্ধ করতে হবে। লিখতে ও পড়তে উভয় ক্ষেত্রেই শুদ্ধ বাংলার ব্যবহার অপরিহার্য।অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মতো করে একেকটি শব্দকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যা খুবই ভয়াবহ একটি বিষয়। এ ব্যাপারগুলোতে ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সচরাচর আমরা যে ভাষা ব্যবহার করি তা উচ্চারণে ও লিখতে আমাদের সতর্ক থাকতে হবে। আধুনিক রাষ্ট্রের একজন উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো বাংলা ভাষার যথাযথ প্রয়োগ ও বিশ্ব দরবারে বাংলাকে গর্বের জায়গায় নিয়ে যাওয়া।

সভাপতির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমি একজন অধ্যক্ষ হিসেবে দাপ্তরিক চিঠিপত্রে বানানের ব্যাপারে সতর্ক থাকি। ছাত্রদেরকে বলব তোমরাও মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করবে।

আলোচনা সভা শেষে কলেজের একাদশ-দ্বাদশ ও স্নাতক-
স্নাতকোত্তর শ্রেণির ছাত্রদের জন্য নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযােগিতায় বিজয়ীদের পুরুষ্কার দেওয়া হয়।