ঢাবিতে ঘ ইউনিট বহাল রাখার পক্ষে নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ

  • Update Time : ১১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 221

ঢাবি প্রতিনিধি:

ভর্তি পরীক্ষার ঘ ইউনিট বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা। তাদের এ অবস্থানের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে তারা একটি কমিটিও করেছে। তবে আগে বিষয়টি নিয়ে আন্দোলনের জন্য যে ‘সর্বদলীয়’ প্ল্যাটফর্ম আলোচনায় এসেছিল, তার মূল উদ্যোক্তারাও নীল দলের এ কমিটিতে রয়েছেন। আপাতত স্থগিত রাখা হয়েছে সর্বদলীয় প্ল্যাটফর্মটি ।

‘পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর’ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘ ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য কয়েক দশক ধরে শিক্ষার্থীরা এই ইউনিটের অধীন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন। এ নিয়ে চলা বিতর্কের মধ্যেই ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই ইউনিট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

গত রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অনানুষ্ঠানিক সভা হয়। সভায় শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে আন্দোলন করতে সম্মত হন। সেই লক্ষ্যে সভা থেকে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ নামের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব আসে। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

আন্দোলনের এ উদ্যোগের এক দিন পরই গতকাল সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দল একটি সভা করে। এ সভায় আওয়ামীপন্থী শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে একমত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে নীল দলের পক্ষ থেকে একটি কমিটিও করা হয়েছে। কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানকে আহ্বায়ক করা হয়েছে। রোববারের ‘সর্বদলীয়’ কমিটির উদ্যোক্তা আ ক ম জামাল উদ্দিন ও মোহাম্মদ তানজীমউদ্দিন খানও নীল দলের গঠন করা এ কমিটিতে রয়েছেন। অবশ্য বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের কাউকে এতে রাখা হয়নি।

এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন,‘আন্দোলন নয়, নীল দলের করা কমিটির মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দরজাটা খোলা রাখা হবে। আগের উদ্যোগটাও আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষদের শিক্ষকদের অভিমতকে গুরুত্ব না দিলে আমাদের ভিন্ন চিন্তা করতে হবে। অনুষদ যেহেতু ঘ ইউনিট বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাড়াটা আমরা দেখতে চাই। কোনো সাড়া না পেলে আমরা অনুষদের সব শিক্ষককে সঙ্গে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করব।’

ঘ ইউনিট বহাল রাখতে সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দলের করা ১৪ সদস্যের কমিটিতে আছেন সংগঠনের অনুষদ শাখার আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়া ও তাওহিদা জাহান। আছেন অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া। কমিটিতে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেনও কমিটিতে আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ঘ ইউনিট বহাল রাখার পক্ষে নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ

Update Time : ১১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

ঢাবি প্রতিনিধি:

ভর্তি পরীক্ষার ঘ ইউনিট বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা। তাদের এ অবস্থানের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে তারা একটি কমিটিও করেছে। তবে আগে বিষয়টি নিয়ে আন্দোলনের জন্য যে ‘সর্বদলীয়’ প্ল্যাটফর্ম আলোচনায় এসেছিল, তার মূল উদ্যোক্তারাও নীল দলের এ কমিটিতে রয়েছেন। আপাতত স্থগিত রাখা হয়েছে সর্বদলীয় প্ল্যাটফর্মটি ।

‘পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর’ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘ ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য কয়েক দশক ধরে শিক্ষার্থীরা এই ইউনিটের অধীন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছিলেন। এ নিয়ে চলা বিতর্কের মধ্যেই ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই ইউনিট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

গত রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অনানুষ্ঠানিক সভা হয়। সভায় শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে আন্দোলন করতে সম্মত হন। সেই লক্ষ্যে সভা থেকে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ নামের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব আসে। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

আন্দোলনের এ উদ্যোগের এক দিন পরই গতকাল সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দল একটি সভা করে। এ সভায় আওয়ামীপন্থী শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে একমত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে নীল দলের পক্ষ থেকে একটি কমিটিও করা হয়েছে। কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানকে আহ্বায়ক করা হয়েছে। রোববারের ‘সর্বদলীয়’ কমিটির উদ্যোক্তা আ ক ম জামাল উদ্দিন ও মোহাম্মদ তানজীমউদ্দিন খানও নীল দলের গঠন করা এ কমিটিতে রয়েছেন। অবশ্য বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের কাউকে এতে রাখা হয়নি।

এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন,‘আন্দোলন নয়, নীল দলের করা কমিটির মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দরজাটা খোলা রাখা হবে। আগের উদ্যোগটাও আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষদের শিক্ষকদের অভিমতকে গুরুত্ব না দিলে আমাদের ভিন্ন চিন্তা করতে হবে। অনুষদ যেহেতু ঘ ইউনিট বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাড়াটা আমরা দেখতে চাই। কোনো সাড়া না পেলে আমরা অনুষদের সব শিক্ষককে সঙ্গে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করব।’

ঘ ইউনিট বহাল রাখতে সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দলের করা ১৪ সদস্যের কমিটিতে আছেন সংগঠনের অনুষদ শাখার আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়া ও তাওহিদা জাহান। আছেন অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া। কমিটিতে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেনও কমিটিতে আছেন।