এইচএসসিতে চাঁদপুর সরকারি কলেজের পাসের হার ৯৯.৫৭, জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন
- Update Time : ০৭:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / 353
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চাঁদপুর জেলায় ফলাফলে শীর্ষে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ।
এইচএসসি-২০২১ এর ফলাফলে চাঁদপুর সরকারি কলেজের পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ। এ কলেজে মোট জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন।
চাঁদপুর সরকারি কলেজে মোট পরীক্ষার্থী অংশ নেয় ৪৬২ জন, মোট পাস করেন ৪৬০ জন, মোট জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন। ২ জন অনুপস্থিত ছিলেন।
বিজ্ঞান বিভাগ:
পরীক্ষার্থী: ১৫৬ জন
শত ভাগ পাস
জিপিএ-৫: ১৪৭
মানবিক বিভাগ:
পরীক্ষার্থী: ১৬৫ জন
শত ভাগ পাস
জিপিএ-৫: ৫০ জন
ব্যবসায় শিক্ষা: ব্যবসায় শিক্ষা থেকে ১৪১ জন অংশ নিলেও ১৩৯ জন পাস করেন, ২ জন অনুপস্থিত ছিলেন। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সারা দেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ।
তিনি বলেন, কলেজের ইতিহাসে এবছর সর্বচ্ছো ভালো ফলাফল করেছে। করোনার সময় কলেজের শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠ নিশ্চিত করেছেন। পরিশ্রমের ফল আমরা পেলাম। রেজাল্ট নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চাঁদপুর সরকারি কলেজের উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের। ধন্যবাদ জানাই কলেজের সকল শিক্ষকদের।
অসিত বরণ দাশ বলেন, আগামী দিনেও যেন সব শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।