রাবিতে শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে হিমেলকে স্মরণ
- Update Time : ০৪:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / 138
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নিহতস্থলে এই প্রদর্শনীর আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হিমেলের বন্ধু, সহপাঠী, সহকর্মীদের চিত্রিত বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও হিমেলের আঁকা বিভিন্ন চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে।
শিল্পকর্ম প্রদর্শনী সম্পর্কে চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী শাকিলা খাতুন বলেন, মূলত প্রদর্শনীটি একদিন আগে করার কথা ছিল। অনাকাঙ্ক্ষিত কারণে একদিন পিছিয়ে আজ করা হচ্ছে। হিমেল ছিল সাংস্কৃতিক অঙ্গনের একজন।
সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক অঙ্গসংগঠনের সাথে যুক্ত ছিলো সে। একজন চারুকলার শিক্ষার্থী হিসেবে তাকে স্মরণীয় করে রাখাতে আজকে আমাদের এই আয়োজন।
চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আল আমিন ইসলাম রওনক বলেন, এখানে হিমেলের চিত্রকর্মের পাশাপাশি তাকে স্মরণীয় করে রাখতে সাধারণ শিক্ষার্থীদের করা চিত্রকর্মগুলো প্রদর্শন করা হবে।
আজ সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এখানে হিমেলের অনুষদের শিক্ষার্থীদের ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের চিত্রকর্ম ঠাঁই পেয়েছে।