জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত

  • Update Time : ০৪:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / 178

জবি প্রতিনিধি:

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে চলমান থাকবে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে যেহেতু করোনা ইনফেকশন রেকর্ড হচ্ছে পাশাপাশি সরকারি প্রজ্ঞাপন আসছে, আমরা এখন দুই সপ্তাহ সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবো তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে পূর্বের মত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যে সকল বিভাগে পরীক্ষা ও ল্যাব বাকি আছে সেগুলোর ব্যাপারে আমরা ডিন ও চেয়ারম্যানদের সাথে বৈঠক করে আজকে বা কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিবো।

প্রসঙ্গত, আজ বেলা ১২ টায় সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে প্রশাসন।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। চারমাস যেতেই আবারও বন্ধ করে দেয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত

Update Time : ০৪:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

জবি প্রতিনিধি:

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে চলমান থাকবে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে যেহেতু করোনা ইনফেকশন রেকর্ড হচ্ছে পাশাপাশি সরকারি প্রজ্ঞাপন আসছে, আমরা এখন দুই সপ্তাহ সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবো তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে পূর্বের মত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যে সকল বিভাগে পরীক্ষা ও ল্যাব বাকি আছে সেগুলোর ব্যাপারে আমরা ডিন ও চেয়ারম্যানদের সাথে বৈঠক করে আজকে বা কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিবো।

প্রসঙ্গত, আজ বেলা ১২ টায় সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে প্রশাসন।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। চারমাস যেতেই আবারও বন্ধ করে দেয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠান।