ইবিতে ‘বাংলাদেশে প্রচলিত আইনে ভরণপোষণ’ বিষয়ক সেমিনার
- Update Time : ০১:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 182
রাকিব হোসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) ‘মুসলিম, হিন্দু ও বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর)আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগের অধ্যাপক ড. নাজীম উদ্দীনের তত্ত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোনিয়া পারভীন। বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।
সেমিনারে আলোচক ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারী, বিভাগের শিক্ষক ড. হামিদা খাতুন প্রমূখ। প্রবন্ধে বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।