নাটোরে ৮ মাদক সেবী আটক

  • Update Time : ০১:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / 188
এস ইসলাম, নাটোর:
নাটোরে মাদক সেবনরত অবস্থায় ০৮ জন মাদক সেবীকে গ্রেফতার করেছে (সিপিসি-২) র‌্যাব-৫।
.
নাটোর (সিপিসি-২), র‌্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি শেখ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ইং ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল হতে রাত্রি পর্যন্ত নাটোর জেলার সদর উপজেলার মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে বড়হরিশপুর বাসষ্টেনের পিছনে দৌলতের বাসার পাশে থেকে মাদক সেবীদের গ্রেফতার করে।
.
আটককৃতরা হলেন, মোঃ মাহফুজ আলম (১৮),  শ্রী জয় সরকার (২৫),আকাশ কুমার(২০), মোঃ ভূইয়া বাবু (২৬), মোঃ শাহিন আলম (২২), মোঃ টিপু সুলতান (২৮),  মোঃ রিমন আলী (১৮),  নাসির আলী (১৮)।
.
এ সময় ঘটনাস্থল হইতে উদ্ধারমতে জব্দকৃত আলামত, সাদা কাগজে মোড়ানো শুকনা গাঁজা ১০ (দশ) গ্রাম, বিভিন্ন রংয়ের ৪ টি গ্যাস লাইট উদ্বার করা হয়।
.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লিখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
.
এ ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media


নাটোরে ৮ মাদক সেবী আটক

Update Time : ০১:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
এস ইসলাম, নাটোর:
নাটোরে মাদক সেবনরত অবস্থায় ০৮ জন মাদক সেবীকে গ্রেফতার করেছে (সিপিসি-২) র‌্যাব-৫।
.
নাটোর (সিপিসি-২), র‌্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি শেখ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ইং ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল হতে রাত্রি পর্যন্ত নাটোর জেলার সদর উপজেলার মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে বড়হরিশপুর বাসষ্টেনের পিছনে দৌলতের বাসার পাশে থেকে মাদক সেবীদের গ্রেফতার করে।
.
আটককৃতরা হলেন, মোঃ মাহফুজ আলম (১৮),  শ্রী জয় সরকার (২৫),আকাশ কুমার(২০), মোঃ ভূইয়া বাবু (২৬), মোঃ শাহিন আলম (২২), মোঃ টিপু সুলতান (২৮),  মোঃ রিমন আলী (১৮),  নাসির আলী (১৮)।
.
এ সময় ঘটনাস্থল হইতে উদ্ধারমতে জব্দকৃত আলামত, সাদা কাগজে মোড়ানো শুকনা গাঁজা ১০ (দশ) গ্রাম, বিভিন্ন রংয়ের ৪ টি গ্যাস লাইট উদ্বার করা হয়।
.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লিখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
.
এ ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।