নলছিটিতে পৌর মেয়র হলেন আ.লীগের ওয়াহেদ

  • Update Time : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / 171

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৫৬৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজালাল হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২৪ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মজিবর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৫ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা রিটার্নিং অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে কারচুপি ও অনিয়মেরন অভিযোগ এনে দুপুর ১২টার দিকে ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান ভোট বর্জনের ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি জানান, মেয়র পদে দুই প্রার্থীর ভোট বর্জনের ঘটনা শুনেছি। কিন্তু কেউ কোনো লিখিত অভিযোগ করেন নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলর হলেন যারা

১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পলাশ তালুকদার, ২নং ওয়ার্ডে নুরে আলম, ৩নং ওয়ার্ডে রেজাউল চৌধুরী, ৪নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ৫নং ওয়ার্ডে মামুন মাহমুদ, ৬নং ওয়ার্ডে ফিরোজ আলম, ৭নং ওয়ার্ডে শহিদুল ইসলাম টিটু, ৮নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন লাভু ও ৯নং ওয়ার্ডে মানিক হাওলাদার বিজয়ী হয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে খাদিজা পারভিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দিলরুবা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নুর নাহার বেগম নির্বাচিত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নলছিটিতে পৌর মেয়র হলেন আ.লীগের ওয়াহেদ

Update Time : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৫৬৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজালাল হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২৪ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মজিবর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৫ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা রিটার্নিং অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে কারচুপি ও অনিয়মেরন অভিযোগ এনে দুপুর ১২টার দিকে ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান ভোট বর্জনের ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি জানান, মেয়র পদে দুই প্রার্থীর ভোট বর্জনের ঘটনা শুনেছি। কিন্তু কেউ কোনো লিখিত অভিযোগ করেন নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলর হলেন যারা

১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পলাশ তালুকদার, ২নং ওয়ার্ডে নুরে আলম, ৩নং ওয়ার্ডে রেজাউল চৌধুরী, ৪নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ৫নং ওয়ার্ডে মামুন মাহমুদ, ৬নং ওয়ার্ডে ফিরোজ আলম, ৭নং ওয়ার্ডে শহিদুল ইসলাম টিটু, ৮নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন লাভু ও ৯নং ওয়ার্ডে মানিক হাওলাদার বিজয়ী হয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে খাদিজা পারভিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দিলরুবা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নুর নাহার বেগম নির্বাচিত হয়েছেন।