চট্টগ্রাম সিটি নির্বাচন: নতুন নগরপিতা নিয়ে জল্পনা-কল্পনা

  • Update Time : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • / 123

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে বিরামহীন নির্বাচনি প্রচার-প্রচারণার মধ্যে চলছে জল্পনা-কল্পনা। কে বসবেন নগর পিতার আসনে? মেয়র, কাউন্সিলর প্রার্থী ছাড়াও নেতাকর্মী এবং নগরীর প্রায় ৮০ লাখ মানুষের মাঝে এ নিয়ে কৌতুহল আর হিসাব নিকাশের কোনো কমতি নেই।

আর কয়েকদিন পরই নির্বাচন। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ মানুষের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

জলাবদ্ধতা, সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাত দখল করে দোকান নির্মাণ, পাহাড় ধস, যানজট আর অপরিকল্পিত নগরায়ন এখন চট্টগ্রামের প্রধান সমস্যার কয়েকটি। এবারের নির্বাচনে মেয়র যিনি হবেন তাকে এসব সমস্যার সমাধান করতে হবে।

জলাবদ্ধতা সমস্যাকে পুঁজি করে মেয়র নির্বাচিত হয়েছেন অনেকেই। কিন্তু নির্বাচনের পর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

সব সমস্যার সমাধান করে পরিকল্পিত নগরী যিনি গড়ে তুলবেন তাকেই মেয়র হিসেবে দেখতে চান নগর পরিকল্পনাবিদরা।

চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আলী আশরাফ বলেন, আমরা এমন একজন নগরপিতা চাই যিনি নিজে স্বপ্ন দেখবেন আমাদেরকেও স্বপ্ন দেখাবেন এবং তা বাস্তবায়ন করবেন। এর সঙ্গে সে তার কাজের জবাবদিহিতাও নিশ্চিত করবেন।

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

 

Tag :

Please Share This Post in Your Social Media


চট্টগ্রাম সিটি নির্বাচন: নতুন নগরপিতা নিয়ে জল্পনা-কল্পনা

Update Time : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে বিরামহীন নির্বাচনি প্রচার-প্রচারণার মধ্যে চলছে জল্পনা-কল্পনা। কে বসবেন নগর পিতার আসনে? মেয়র, কাউন্সিলর প্রার্থী ছাড়াও নেতাকর্মী এবং নগরীর প্রায় ৮০ লাখ মানুষের মাঝে এ নিয়ে কৌতুহল আর হিসাব নিকাশের কোনো কমতি নেই।

আর কয়েকদিন পরই নির্বাচন। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ মানুষের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

জলাবদ্ধতা, সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাত দখল করে দোকান নির্মাণ, পাহাড় ধস, যানজট আর অপরিকল্পিত নগরায়ন এখন চট্টগ্রামের প্রধান সমস্যার কয়েকটি। এবারের নির্বাচনে মেয়র যিনি হবেন তাকে এসব সমস্যার সমাধান করতে হবে।

জলাবদ্ধতা সমস্যাকে পুঁজি করে মেয়র নির্বাচিত হয়েছেন অনেকেই। কিন্তু নির্বাচনের পর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

সব সমস্যার সমাধান করে পরিকল্পিত নগরী যিনি গড়ে তুলবেন তাকেই মেয়র হিসেবে দেখতে চান নগর পরিকল্পনাবিদরা।

চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আলী আশরাফ বলেন, আমরা এমন একজন নগরপিতা চাই যিনি নিজে স্বপ্ন দেখবেন আমাদেরকেও স্বপ্ন দেখাবেন এবং তা বাস্তবায়ন করবেন। এর সঙ্গে সে তার কাজের জবাবদিহিতাও নিশ্চিত করবেন।

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।