রাজধানীর রুপনগরে জঙ্গী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার

  • Update Time : ০১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / 241
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর রুপনগর হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর ০৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
.
গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে, আনসার আল ইসলামের ০৫ সক্রিয় সদস্য রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (২২ জানুয়ারি) রাতে পল্লবী থানাধীন এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ০৫ সক্রিয় সদস্য’কে গ্রেফতার করে।
.
তারা হলেন, মোঃ হাসিবুর রহমান @ সোহেল (২৭), মোঃ মোশারফ হোসেন @ আতিক (১৯),রামিম হোসেন @পনির হোসেন @ নাহিদুর রহমান (২২), মোঃ সজিব মিয়া @ খিজির (২০),চঞ্চল হোসেন @ আব্দুল্লাহ (১৯)।
.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে “আনসার আল-ইসলাম” এর বিভিন্ন ধরনের ১২ টি উগ্রবাদী বই, ২৩ টি লিফলেট, ১৩৫ টি স্ক্রীনশর্টসহ ০৬ টি মোবইল জব্দ করা হয়।
.
মোঃহাসিবুর রহমান @ সোহেল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ছাত্র, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সেও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
.
No description available.
.
এছাড়াও তিনি “আনসার আল ইসলাম” এর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিল বলে জানা যায়। সে অনলাইনে উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিল।
রামিম হোসেন @ পনির হোসেন @ নাহিদুর রহমান (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের ছাত্র এবং সে বেশ কিছু দিন যাবৎ “আনসার আল-ইসলাম” এর সাথে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেকট্রনিক গ্রুপে বিভিন্ন সময়ে উগ্রবাদী কার্যক্রম আপলোড করে।
.
এছাড়াও সে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করে আসছিলো। মোঃ সজিব মিয়া @ খিজির (২০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি কলেজের ছাত্র। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত আসামী দীর্ঘদিন যাবত “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো।
.
 মোঃ মোশারফ হোসেন @ আতিক (১৯) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ঢাকার একটি সিকিউরিটি কোম্পানীতে চাকুরী করতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত আসামী দীর্ঘদিন যাবত “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো। চঞ্চল হোসেন @ আব্দুল্লাহ (১৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের ছাত্র এবং “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সে ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
.
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং তাদের অন্যান্য সহোচরদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব।
Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীর রুপনগরে জঙ্গী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার

Update Time : ০১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর রুপনগর হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর ০৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
.
গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে, আনসার আল ইসলামের ০৫ সক্রিয় সদস্য রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় এক নিদিষ্ট স্থানে সংগঠনের অন্য সদস্যেদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (২২ জানুয়ারি) রাতে পল্লবী থানাধীন এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ০৫ সক্রিয় সদস্য’কে গ্রেফতার করে।
.
তারা হলেন, মোঃ হাসিবুর রহমান @ সোহেল (২৭), মোঃ মোশারফ হোসেন @ আতিক (১৯),রামিম হোসেন @পনির হোসেন @ নাহিদুর রহমান (২২), মোঃ সজিব মিয়া @ খিজির (২০),চঞ্চল হোসেন @ আব্দুল্লাহ (১৯)।
.
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে “আনসার আল-ইসলাম” এর বিভিন্ন ধরনের ১২ টি উগ্রবাদী বই, ২৩ টি লিফলেট, ১৩৫ টি স্ক্রীনশর্টসহ ০৬ টি মোবইল জব্দ করা হয়।
.
মোঃহাসিবুর রহমান @ সোহেল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ছাত্র, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সেও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
.
No description available.
.
এছাড়াও তিনি “আনসার আল ইসলাম” এর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিল বলে জানা যায়। সে অনলাইনে উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিল।
রামিম হোসেন @ পনির হোসেন @ নাহিদুর রহমান (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের ছাত্র এবং সে বেশ কিছু দিন যাবৎ “আনসার আল-ইসলাম” এর সাথে জড়িত থেকে তাদের নিজস্ব ইলেকট্রনিক গ্রুপে বিভিন্ন সময়ে উগ্রবাদী কার্যক্রম আপলোড করে।
.
এছাড়াও সে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করে আসছিলো। মোঃ সজিব মিয়া @ খিজির (২০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি কলেজের ছাত্র। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত আসামী দীর্ঘদিন যাবত “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো।
.
 মোঃ মোশারফ হোসেন @ আতিক (১৯) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ঢাকার একটি সিকিউরিটি কোম্পানীতে চাকুরী করতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত আসামী দীর্ঘদিন যাবত “আনসার আল ইসলাম” এর সাথে জড়িত থেকে অন্যান্যদের সাথে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো। চঞ্চল হোসেন @ আব্দুল্লাহ (১৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের ছাত্র এবং “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে সে ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
.
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং তাদের অন্যান্য সহোচরদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব।