সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগিনার মৃত্যু

  • Update Time : ০৮:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 123

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ভাগিনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আনিছ মিয়া (৩৫) ও তার ভাগিনা আবির মিয়ার ছেলে শিপন মিয়া (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, আনিছ মিয়া বাড়ির পূর্ব পাশের পুকুরের উত্তর পাড়ে ঝোপঝাড় পরিষ্কার করতে যায় মামা ও ভাগিনা। লতাপাতার ভেতরে ছিলো তাদের বাড়ির বিদ্যুতের সংযোগ। দা-এর কূপ পড়ে যায় ওই সংযোগে, মূহুর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আনিছ। মামাকে বাঁচাতে গিয়ে ভাগিনা শিপনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

পরে, আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগিনার মৃত্যু

Update Time : ০৮:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ভাগিনার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আনিছ মিয়া (৩৫) ও তার ভাগিনা আবির মিয়ার ছেলে শিপন মিয়া (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, আনিছ মিয়া বাড়ির পূর্ব পাশের পুকুরের উত্তর পাড়ে ঝোপঝাড় পরিষ্কার করতে যায় মামা ও ভাগিনা। লতাপাতার ভেতরে ছিলো তাদের বাড়ির বিদ্যুতের সংযোগ। দা-এর কূপ পড়ে যায় ওই সংযোগে, মূহুর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আনিছ। মামাকে বাঁচাতে গিয়ে ভাগিনা শিপনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

পরে, আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।