তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত
- Update Time : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 173
নিজস্ব প্রতিবেদক:
বিপদসীমার ওপরে পদ্মার পানি, ব্যাহত ফেরি চলাচল।তীব্র স্রোতে মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৬টি ফেরির মধ্যে দিনে মাত্র ৬টি ফেরি চলাচল করছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পদ্মার পানি। দিনে মাত্র ৬টি ফেরি চালানো হলেও, ঝুঁকি বেশি থাকায় রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। টানা ১০ ঘণ্টা পর শুক্রবার সকালে সীমিত আকারে চালু করা হয় স্রোতের বিপরীতে চলতে সক্ষম ৭টি ফেরি। ফলে কাঁঠালবাড়ি ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। উভয় ঘাটে আটকা পড়েছে ৯ শতাধিক যানবাহন। ফেরি কম থাকায় যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।
Tag :