নীলফামারীর ডিমলায় শিশু খাদ্য ও করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ
- Update Time : ০৫:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 174
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
.
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসকে বৃদ্ধাংগুলি দেখিয়ে অপ্রতিরোধ্য যোদ্ধা হিসেবে সর্বক্ষণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় । বিভিন্ন জনের ফেসবুক টাইমলাইন দেখলেও তাই প্রতিয়মান হয়। গত ৫ মাস যাবৎ তিনি নিরলস ভাবে উপজেলার সর্বস্তরে সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে গিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শিশু খাদ্য ২০ জন দুস্থ শিশুর মাঝে বিতরণ করেন।
.
শিশু খাদ্যের মধ্যে ছিল পাউডার দুধ, বিস্কুট ও সুজি। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দকৃত ২শত প্রতিবন্ধীর হাতে প্রতিবন্ধী ভাতা কার্ড তুলে দেন।
.
এ সময় উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, ইউপি সদস্য সদস্যাবৃন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর নাহার (নুরি) প্রমুখ। অপরদিকে করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় উপজেলার বন্যা কবলিত খালিশা চাপানী ইউনিয়নে গিয়ে এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে ১৩০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
.
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ সেলিম সরকার লেবু ও ইউপি সদস্যবৃন্দ।
Tag :