জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে ৮ জঙ্গি নিহত

  • Update Time : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 147
ভারতের জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় সেনা অভিযানে ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) থেকে রাজ্যের সোপিয়ান ও পাম্পোর এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান এনডিটিভি।

শোপিয়ান ও পেমপোরে জেলায় সন্ত্রাসবিরোধী দুটি আলাদা অভিযান চালানো হয়। ৬ জঙ্গি নিহত হয় শোপিয়ানে।

অন্যদিকে আজ শুক্রবার সকালে পেমপোরে অভিযান চালানোর সময় জঙ্গিরা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেয়। পরে বিস্ফোরক দিয়ে নিরাপত্তা বাহিনী তাদের বের করে আনে।

এক পর্যায়ে সেনা সদস্যদের ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনারাও। তবে জঙ্গিরা কোন সংগঠনের তা জানা যায়নি। গেল দুই সপ্তাহে সেনা অভিযানে প্রায় ৩০ জঙ্গি নিহত হয়েছে।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য চেষ্টা চালাচ্ছে কাশ্মীরের বেশ কিছু সংগঠন। এসব সংগঠনের নেতা-কর্মীরা নিয়মিত ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। কিন্তু ভারতের দৃষ্টিতে এসব স্বাধীনতা আন্দোলনকারীরা তথাকথিত বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি।

Tag :

Please Share This Post in Your Social Media


জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে ৮ জঙ্গি নিহত

Update Time : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
ভারতের জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় সেনা অভিযানে ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) থেকে রাজ্যের সোপিয়ান ও পাম্পোর এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান এনডিটিভি।

শোপিয়ান ও পেমপোরে জেলায় সন্ত্রাসবিরোধী দুটি আলাদা অভিযান চালানো হয়। ৬ জঙ্গি নিহত হয় শোপিয়ানে।

অন্যদিকে আজ শুক্রবার সকালে পেমপোরে অভিযান চালানোর সময় জঙ্গিরা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেয়। পরে বিস্ফোরক দিয়ে নিরাপত্তা বাহিনী তাদের বের করে আনে।

এক পর্যায়ে সেনা সদস্যদের ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনারাও। তবে জঙ্গিরা কোন সংগঠনের তা জানা যায়নি। গেল দুই সপ্তাহে সেনা অভিযানে প্রায় ৩০ জঙ্গি নিহত হয়েছে।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য চেষ্টা চালাচ্ছে কাশ্মীরের বেশ কিছু সংগঠন। এসব সংগঠনের নেতা-কর্মীরা নিয়মিত ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। কিন্তু ভারতের দৃষ্টিতে এসব স্বাধীনতা আন্দোলনকারীরা তথাকথিত বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি।