জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। ১৯২ ভোটের মধ্যে ১৮৪ ভোট পেয়ে ভারত এই সদস্যপদ অর্জন করলো। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য এই সদস্যপদ বহাল থাকবে।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা ভোটাভুটির মাধ্যমে নতুন চার অস্থায়ী সদস্য নির্বাচিত করে। ভারত ছাড়াও অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মেক্সিকো, আয়ারল্যান্ড এবং নরওয়ে।নিরাপত্তা পরিষদের ১৫ আসনের মধ্যে স্থায়ী সদস্য ৫ দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। সাধারণ পরিষদের ভোটাভুটির মাধ্যমে বাকি ১০ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
সারাবিশ্বে কোভিড পরিস্থিতিতে আন্তজার্তিক এবং বহুজাতিক দেশগুলোর কতটা এগিয়ে আসার প্রয়োজন সেই বাস্তবতায় দাঁড়িয়েই এবারে এই ভোট অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রির্মূতি জানান, বর্তমান সংকট ভারতের জন্য নতুন জানালা খুলে দিয়েছে নিরাপত্তার পরিষদের মাধ্যমে বিশ্বকে সহায়তা করার।