১৯ সেপ্টেম্বর থেকে ঢাবিতে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
- Update Time : ১০:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / 182
মুহাম্মদ ইমাম-উল-জাননাহ,ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এমফিল (২০২১-২২ শিক্ষাবর্ষ) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তার অধীনে এবং মাধ্যমে এমফিল গবেষণার আবেদন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে (https://du.ac.bd) ১৯ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
ভর্তি ফরমের ফি বাবদ জনতা ব্যাংক টিএসসি শাখায় ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে আগামী ২১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে জমা এবং গবেষণার একটি সারসংক্ষেপ (সিনপসিস) জমা দিতে হবে।
ঢাবির ওয়েরবসাইট(https://du.ac.bd) থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।