‘জঙ্গিবাদে উস্কানির’ অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে ছাত্রলীগের জিডি
- Update Time : ১২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 169
মুহাম্মদ ইমাম-উল-জাননাহ,ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।
তিনি বলেন, ‘অভিযোগটি সাইবার সংশ্লিষ্ট। তাই ডিবির সাইবার টিমের পর্যবেক্ষণের পর যদি অপরাধ মনে হয়, তাহলে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে৷ আপাতত আমরা এটিকে জিডি হিসেবে রেখেছি।পরে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের পরামর্শ অনুযায়ী এটা মামলা হিসেবে রুজু হতে পারে।’
এর আগে গত মঙ্গলবার আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যেখানে তিনি বলেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’।
এ ঘটনাকে কেন্দ্র করে ‘সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে কর্মসূচি শেষে বুধবার(১৮ আগস্ট) দুপুর দেড়টায় ছাত্রলীগের নেতাকর্মীরা আসিফ নজরুলের কক্ষে তালা দেয়। তাকে যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার জন্যও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও উপস্থিত ছিলেন।