আগামীকাল থেকে ওমরাহর সুযোগ পাচ্ছেন বিদেশিরা
- Update Time : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / 220
আন্তর্জাতিক ডেস্ক:
করোনার টিকা গ্রহণ করে আগামীকাল সোমবার থেকে সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন বিদেশিরা। করোনা মহামারির কারণে দেড় বছর সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি ছিল না বিদেশিদের। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি সরকার।
হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে বলা হয়, ওমরাহর আবেদনের সঙ্গে সৌদি এবং বিদেশি মুসল্লিদের করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে।
করোনা মহামারি প্রকোপের কারণে যে সব দেশ সৌদির নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সে সব দেশের মুসল্লিদের ওমরাহর জন্য গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বছরের যে কোনো সময় ওমরাহ পালনের জন্য ইসলামের দুটি পবিত্র স্থান মক্কা এবং মদিনায় যেতে পারেন মুসল্লিরা। গত অক্টোবরে সৌদির মুসল্লিদের জন্য ওমরাহ পুনরায় চালু করে দেশটির সরকার।
Tag :
ওমরাহ