মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:

মালদ্বীপ রেড ক্রিসেন্ট এবং মালদ্বিভীয়ান ব্লাড সার্ভিসের সহায়তায় শনিবার (৭ আগস্ট) বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, মালদ্বীপের কিছু সংখ্যক নাগরিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা অর্জন করে। বিশেষত করোনা মহামারির এই সংকটে রক্তদান কর্মসূচি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

একই সঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই আয়োজনের মাধ্যমে জাতির পিতার প্রতি বিশেষ সন্মান প্রদর্শন করা হয়েছে বলে সবাই মত প্রকাশ করেন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

রক্তদান কর্মসূচিতে মালদ্বীপ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ড আবদুল হালীম আবদুল লতিফ, জেনারেল সেক্রেটারী মিস ফাতিমাথ হিমায়া এবং দূতাবাসের কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের রক্তদান কর্মসূচি

Update Time : ১২:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

মালদ্বীপ রেড ক্রিসেন্ট এবং মালদ্বিভীয়ান ব্লাড সার্ভিসের সহায়তায় শনিবার (৭ আগস্ট) বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, মালদ্বীপের কিছু সংখ্যক নাগরিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা অর্জন করে। বিশেষত করোনা মহামারির এই সংকটে রক্তদান কর্মসূচি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

একই সঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই আয়োজনের মাধ্যমে জাতির পিতার প্রতি বিশেষ সন্মান প্রদর্শন করা হয়েছে বলে সবাই মত প্রকাশ করেন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

রক্তদান কর্মসূচিতে মালদ্বীপ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ড আবদুল হালীম আবদুল লতিফ, জেনারেল সেক্রেটারী মিস ফাতিমাথ হিমায়া এবং দূতাবাসের কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।