ভারত থেকে এলো আরও ২০০ টন অক্সিজেন
- Update Time : ১২:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 241
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ টন তরল অক্সিজেন। সরাসরি রেলপথে বেনাপোল হয়ে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে ১০টি কন্টেইনারে এই অক্সিজেন নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় ‘ইন্দ্রো-বাংলা এক্সপ্রেস’।
শ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এই অক্সিজেন গ্রহণ করেন। তরল এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ স্টেশনে খালাস করা হচ্ছে। খালাসের পর অক্সিজেন লিনডে বাংলাদেশ লিমিটেডের গাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ জুলাই ভারতের পাঠানো ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে খালাস করা হয়। করোনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য সরাসরি ভারত থেকে এই তরল অক্সিজেন আনা হয়।