আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী
- Update Time : ০১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / 250
অনুপ চক্রবর্তী:
আজ বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। ক্যানসারের চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বাংলাদেশে নানা অনুষ্ঠানে তার ভক্ত-শুভার্থীরা কামনা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বাংলাদেশে। কিন্তু মানুষের সেই প্রার্থনা পূরণ হয়নি। তিনি চলে গেছেন না ফেরার দেশে।
“যদি মন কাঁদে তুমি চলে এসো ,চলে এসো এক বর্ষায়”
গানের সাথে মিলে রেখেই যেন অগনিত ভক্ত,পাঠক কে কাঁদিয়ে চলে গেছেন বর্ষার এই দিনে। সেই দিন না ফেরার দেশে চলে গেলেও আজ তাকে পাঠক সমাজ বাঁচিয়ে রেখেছে তার সৃষ্টির মাধ্যমে। হুমায়ূন আহমেদ এমন একজন লেখক যিনি নতুন প্রজন্মকে বই পড়তে শিখিয়েছেন। সৃষ্টি করেছেন মিশির আলী,বাকের ভাই,শুভ্র,হিমু,রুপা র মতো জনপ্রিয় সব কাল্পনিক চরিত্র।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন।পরবর্তীতে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন।
হুমায়ূন আহমেদকে গাজীপুরের নুহাশপল্লীতে সমাধিস্থ করা হয়। প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি কথার জাদুকর।