ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং-২১ জায়গা পেয়েছেন কুবির দুই শিক্ষক

  • Update Time : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • / 178

সাঈদ হাসান,কুবি:

গুগল স্কলারে ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং-২১ জায়গা করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস অনুষদের দুই অধ্যাপক।

‘www.adscientificindex.com’ সাইটে ২০২১ সালের সেরা সায়েন্টিস্টদের মধ্যে বিশ্বের প্রায় ৭ লক্ষ ২৫৬ জন গবেষকের নাম প্রকাশ করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল হোসাইন মজুমদারের ৩১২টি সাইটেশন এবং ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীর ৬৮১টি সাইটেশনের তথ্য প্রকাশ করা হয়।

সাইটটিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫৯৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়।

এ বিষয়ে কাজী ওমর সিদ্দিকী বলেন, এটি একটি গর্বের বিষয় যে বিশ্বের এত বৃহদাংশ গবেষকদের কাতারে আমাদের দুজনের নাম স্থান পায়। বিষয়টি একইসাথে গর্বের এবং চ্যালেঞ্জের। তবুও নাম প্রকাশ হয়েছে এটি আনন্দের। এই অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করতে চাই।

প্রসঙ্গত, www.adscientificindex.com সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের প্রকাশিত আরটিকেলের সাইটেশনের ভিত্তিতে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media


ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং-২১ জায়গা পেয়েছেন কুবির দুই শিক্ষক

Update Time : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

সাঈদ হাসান,কুবি:

গুগল স্কলারে ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং-২১ জায়গা করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস অনুষদের দুই অধ্যাপক।

‘www.adscientificindex.com’ সাইটে ২০২১ সালের সেরা সায়েন্টিস্টদের মধ্যে বিশ্বের প্রায় ৭ লক্ষ ২৫৬ জন গবেষকের নাম প্রকাশ করা হয়।এতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল হোসাইন মজুমদারের ৩১২টি সাইটেশন এবং ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীর ৬৮১টি সাইটেশনের তথ্য প্রকাশ করা হয়।

সাইটটিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫৯৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়।

এ বিষয়ে কাজী ওমর সিদ্দিকী বলেন, এটি একটি গর্বের বিষয় যে বিশ্বের এত বৃহদাংশ গবেষকদের কাতারে আমাদের দুজনের নাম স্থান পায়। বিষয়টি একইসাথে গর্বের এবং চ্যালেঞ্জের। তবুও নাম প্রকাশ হয়েছে এটি আনন্দের। এই অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করতে চাই।

প্রসঙ্গত, www.adscientificindex.com সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের প্রকাশিত আরটিকেলের সাইটেশনের ভিত্তিতে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।