মিরপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ১২:২২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 169
রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের একটি বাসা থেকে মাহমুদুল হক রকি (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) দুপুর ২টার দিকে ২ নম্বর সেকশনের জি ব্লকের ১ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। রকির বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম একেএম রেজাউল হক।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মিরপুর শিয়ালবাড়ি এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বষের্র ছাত্র ছিলেন রকি। মরদেহ উদ্ধারকৃত ওই বাসায় চারজন মিলে থাকতেন। ঈদে রুমমেট সবাই গ্রামে চলে গেলেও তিনি একাই বাসায় ছিলেন।
বুধবার তার এক রুমমেট বাসায় ফিরে দরজা খুলে ভেতরে জানালার গ্রিলের সঙ্গে বেডশিট দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। হতাশাগ্রস্ত হওয়ার কারণে ২-৩ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কারণ মরদেহটি পচে ফুলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওসি জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই ছাত্রের কোনো স্বজনও থানায় আসেননি।