হোয়াইট ডাভ ও উইমেন লির্ডাসের যৌথ উদ্যোগে “পারসোনাল প্রোডাক্টিভিটি” ট্রেনিং সম্পন্ন

  • Update Time : ১০:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / 192

মো: শুভ ইসলাম:

প্রজেক্ট হোয়াইট ডাভের আয়োজনে ও প্রজেক্ট উইমেন লির্ডাসের সহযোগিতায় “পারসোনাল প্রোডাক্টিভিটি” নামক ট্রেনিং সেশন আজ ৮ই মে,২০২১ তারিখ রাত ৮টা থেকে ১০:১০ মিনিট অব্ধি ভার্চুয়াল জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ট্রেনিংটিতে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ইবনুল হায়দার নাকিব (ট্রেইনার, পাবলিক স্পিকার, ফাউন্ডার স্কোয়াড বাংলাদেশ, ফাউন্ডার এন্ড ফরমার প্রেসিডেন্ট- স্কিল ডেভেলপমেন্ট ক্লাব)।

ট্রেনিং সঞ্চালনায় ছিল সানজিদা আক্তার (সদস্য,হোয়াইট ডাভ)। ট্রেনিংটিতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু করেন জনাব মোঃ বাকীবিল্লাহ (প্রজেক্ট হোল্ডার,উইমেন লিডার্স এবং বিভাগীয় প্রধান,ফোকলোর বিভাগ,জাককানইবি) এবং পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখে জেসমিন খাতুন (গ্রুপ কো অরডিনেটর, প্রজেক্ট হোয়াইট ডাভ)।

এরপর ট্রেইনার ইবনুল হায়দার নাকিব ট্রেনিংটির মূল আলোচনা শুরু করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পার্সোনাল প্রোডাক্টিভিটি কি, পার্সোনাল প্রোডাক্টিভিটি কেন গুরুত্বপূর্ণ, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি কি অভ্যাস করা উচিৎ, সাইলেন্স ফর প্রোডাক্টিভিটি, টেকনিকস ফর হায়েস্ট প্রোডাক্টিভিটি ইত্যাদি ।
সর্বশেষ সমাপ্তি বক্তব্যের মাধ্যমে ট্রেইনিংটির সমাপ্তি ঘোষণা করেন প্রবীন হেনরি ত্রিপুরা, (প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট,উইমেন লির্ডাস)।

উল্লেখ্য,”প্রজেক্ট হোয়াইট ডাভ” নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ৬মাসের অধিক সময় ধরে কাজ করছে। আর শান্তি,সামাজিক সহিষ্ণুতা, ঘৃণা-বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিহার এবং কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট নারী সহিংসতা প্রতিরোধে নারী নেতৃত্ব গুণাবলি বিকশিত করতে কাজ করছে “প্রজেক্ট উইমেন লিডার্স”।

Please Share This Post in Your Social Media


হোয়াইট ডাভ ও উইমেন লির্ডাসের যৌথ উদ্যোগে “পারসোনাল প্রোডাক্টিভিটি” ট্রেনিং সম্পন্ন

Update Time : ১০:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

মো: শুভ ইসলাম:

প্রজেক্ট হোয়াইট ডাভের আয়োজনে ও প্রজেক্ট উইমেন লির্ডাসের সহযোগিতায় “পারসোনাল প্রোডাক্টিভিটি” নামক ট্রেনিং সেশন আজ ৮ই মে,২০২১ তারিখ রাত ৮টা থেকে ১০:১০ মিনিট অব্ধি ভার্চুয়াল জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ট্রেনিংটিতে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ইবনুল হায়দার নাকিব (ট্রেইনার, পাবলিক স্পিকার, ফাউন্ডার স্কোয়াড বাংলাদেশ, ফাউন্ডার এন্ড ফরমার প্রেসিডেন্ট- স্কিল ডেভেলপমেন্ট ক্লাব)।

ট্রেনিং সঞ্চালনায় ছিল সানজিদা আক্তার (সদস্য,হোয়াইট ডাভ)। ট্রেনিংটিতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু করেন জনাব মোঃ বাকীবিল্লাহ (প্রজেক্ট হোল্ডার,উইমেন লিডার্স এবং বিভাগীয় প্রধান,ফোকলোর বিভাগ,জাককানইবি) এবং পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখে জেসমিন খাতুন (গ্রুপ কো অরডিনেটর, প্রজেক্ট হোয়াইট ডাভ)।

এরপর ট্রেইনার ইবনুল হায়দার নাকিব ট্রেনিংটির মূল আলোচনা শুরু করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পার্সোনাল প্রোডাক্টিভিটি কি, পার্সোনাল প্রোডাক্টিভিটি কেন গুরুত্বপূর্ণ, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি কি অভ্যাস করা উচিৎ, সাইলেন্স ফর প্রোডাক্টিভিটি, টেকনিকস ফর হায়েস্ট প্রোডাক্টিভিটি ইত্যাদি ।
সর্বশেষ সমাপ্তি বক্তব্যের মাধ্যমে ট্রেইনিংটির সমাপ্তি ঘোষণা করেন প্রবীন হেনরি ত্রিপুরা, (প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট,উইমেন লির্ডাস)।

উল্লেখ্য,”প্রজেক্ট হোয়াইট ডাভ” নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ৬মাসের অধিক সময় ধরে কাজ করছে। আর শান্তি,সামাজিক সহিষ্ণুতা, ঘৃণা-বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিহার এবং কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট নারী সহিংসতা প্রতিরোধে নারী নেতৃত্ব গুণাবলি বিকশিত করতে কাজ করছে “প্রজেক্ট উইমেন লিডার্স”।