রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • Update Time : ০৭:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / 177

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এইচ এম রনি ওরফে হাদি রনি (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাদি রনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের পিয়ার আলী মিয়ার ছেলে এবং তিনি বাংলাদেশ পুলিশের ঢাকা উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, আজ সকালে ওই পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। বিকেলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ও হাদি রনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে আসার পর বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

Update Time : ০৭:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এইচ এম রনি ওরফে হাদি রনি (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাদি রনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের পিয়ার আলী মিয়ার ছেলে এবং তিনি বাংলাদেশ পুলিশের ঢাকা উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, আজ সকালে ওই পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। বিকেলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ও হাদি রনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে আসার পর বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।