ভাষার ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Update Time : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / 200

মুহাম্মাদ তসলিম উদ্দিন

ভাষা একটি জাতির আত্মপরিচয় উল্লেখ করে সবাইকে ভাষার ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পর্যায়ে মাতৃভাষা সংরক্ষণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠির ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো দেয়া হলো আন্তর্জাতিক মাতৃভাষা পদক। আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ আনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়োজনের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিশ্বাস ত্রিপুরার হাতে জাতীয় পর্যায়ে এই পদক তুলে দেন। আর আন্তর্জাতিক পর্যায়ে এ পদক দেয়া হয় উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার অনলাইন প্রতিষ্ঠান অ্যাক্টভিজমো লেংকুয়াসকে।

বক্তব্যের শুরুতেই ৫২ এর ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে সরকারপ্রধান বলেন, ইতিহাস থেকে জাতির জনকের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল বারবার।

ভাষার অধিকার রক্ষায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল,

পদক প্রদান আয়োজনে স্বশরীরে উপস্থিত না হতে পারায় আক্ষেপ করেন সরকার প্রধান। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

Tag :

Please Share This Post in Your Social Media


ভাষার ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Update Time : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

মুহাম্মাদ তসলিম উদ্দিন

ভাষা একটি জাতির আত্মপরিচয় উল্লেখ করে সবাইকে ভাষার ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পর্যায়ে মাতৃভাষা সংরক্ষণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠির ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো দেয়া হলো আন্তর্জাতিক মাতৃভাষা পদক। আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ আনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়োজনের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিশ্বাস ত্রিপুরার হাতে জাতীয় পর্যায়ে এই পদক তুলে দেন। আর আন্তর্জাতিক পর্যায়ে এ পদক দেয়া হয় উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার অনলাইন প্রতিষ্ঠান অ্যাক্টভিজমো লেংকুয়াসকে।

বক্তব্যের শুরুতেই ৫২ এর ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে সরকারপ্রধান বলেন, ইতিহাস থেকে জাতির জনকের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল বারবার।

ভাষার অধিকার রক্ষায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল,

পদক প্রদান আয়োজনে স্বশরীরে উপস্থিত না হতে পারায় আক্ষেপ করেন সরকার প্রধান। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।