আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • Update Time : ০১:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / 226
নিজের পায়ে দাঁড়িয়ে, আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
.

 শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় একুশে পদক-২০২১ প্রদান অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ২১ গুণীজনকে এই পদক প্রদান করা হয়।
.
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে গুনী ব্যক্তিদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্দোলনের মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা অর্জন। বাঙালীর যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান তিনি।
.
এ সময় প্রধানমন্ত্রী বলেন,  ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জিত হয়েছিলো দেশের সকল সংগ্রাম ও স্বাধীনতা। তাই আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুনীদের কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানান সরকারপ্রধান।
.
করোনাভাইরাসের ভ্যাকসিন আসলেও সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন ক্ষেত্রে ‘গৌরবদীপ্ত অবদানের’ স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পেয়েছেন ২১ জন বিশিষ্ট নাগরিক।

ভাষা আন্দোলনে এ বছর মরণোত্তর একুশে পদক পান তিনজন। তারা হলেন- মোতাহের হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক পান সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক।

সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবার একুশে পদক পেয়েছেন।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, আলোকচিত্রে পাভেল রহমান, গবেষণায় সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামানকেও পদক দেওয়া হয়েছে।

এছাড়া ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী ও লেখক-গবেষক গোলাম মুরশিদের পাশাপাশি বুলবুল চৌধুরীও একুশে পদক পান।

Tag :

Please Share This Post in Your Social Media


আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Update Time : ০১:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
নিজের পায়ে দাঁড়িয়ে, আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
.

 শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় একুশে পদক-২০২১ প্রদান অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ২১ গুণীজনকে এই পদক প্রদান করা হয়।
.
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে গুনী ব্যক্তিদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্দোলনের মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা অর্জন। বাঙালীর যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান তিনি।
.
এ সময় প্রধানমন্ত্রী বলেন,  ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জিত হয়েছিলো দেশের সকল সংগ্রাম ও স্বাধীনতা। তাই আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুনীদের কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানান সরকারপ্রধান।
.
করোনাভাইরাসের ভ্যাকসিন আসলেও সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন ক্ষেত্রে ‘গৌরবদীপ্ত অবদানের’ স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পেয়েছেন ২১ জন বিশিষ্ট নাগরিক।

ভাষা আন্দোলনে এ বছর মরণোত্তর একুশে পদক পান তিনজন। তারা হলেন- মোতাহের হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক পান সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক।

সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবার একুশে পদক পেয়েছেন।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, আলোকচিত্রে পাভেল রহমান, গবেষণায় সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামানকেও পদক দেওয়া হয়েছে।

এছাড়া ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী ও লেখক-গবেষক গোলাম মুরশিদের পাশাপাশি বুলবুল চৌধুরীও একুশে পদক পান।