নজরুল বিশ্ববিদ্যালয়ে জার্নাল ব্যবস্থাপনার ওয়েবসাইট উদ্বোধন
- Update Time : ১২:০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / 259
মো:শুভ ইসলাম (জাককানইবি):
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ( জাককানইবি) জার্নাল ব্যবস্থাপনা ওয়েবসাইট “রিসার্চ জার্নাল অব ফোকলোর” উদ্বোধন করা হয়েছে।
.
আজ সোমবার (০১ ফেব্রুয়ারী) জাককানইবি এর উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই ওয়েবসাইটির শুভ উদ্বোধন করেন।
.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি উক্ত প্রকল্পটিতে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের প্রতিনিধি দল।
.
বিশ্ববিদ্যালয়ের জার্নাল ব্যবস্থাপনা পদ্দতির গবেষণা প্রকল্প পরিচালক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ জাককানইবি এর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানের তত্ত্বাবধানে ওয়েবসাইটি নির্মিত হয়েছে। তার স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস।
.
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাদ আহসান হাবীব।
.
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ও উপস্থিত ছিলেন।
.
সদ্য উদ্বোধন হওয়া এই ওয়েবসাইটির মাধ্যমে পর্যায়ক্রমে যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের গবেষণা কার্যক্রমের আবেদন, রিভিউ, নির্বাচন ও প্রকাশনা।
.
উক্ত ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে একজন গবেষকের আবেদন করা থেকে শুরু করে প্রকাশনা পর্যন্ত সকল কার্যক্রম সম্পাদনা করা যাবে।
Tag :