মহামারি করোনাভাইরাস পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের জন্য আজ মঙ্গলবার ২.১ ট্রিলিয়ন ডলারের (১.৮২ ট্রিলিয়ন ইউরো) বাজেট ও তহবিল ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
এখন পর্যন্ত অন্যতম বড় এ চুক্তিতে অর্থায়ন ও ক্ষমতার বিষয়ে চার দিনের শীর্ষ সম্মেলন শেষে ইইউভুক্ত দেশগুলো কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় এ সমাধানে এসে পৌঁছেছে।
বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়, ইতিহাসের সবচেয়ে বড় এ মন্দা মোকাবিলায় ইইউ ৭৫০ বিলিয়ন ইউরোর করোনাভাইরাস তহবিলের বিষয়ে একমত হয়েছে। যা এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ ও অনুদান হিসেবে দেওয়া হবে।
গত সাত বছর ধরে ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করা ইইউ বাজেটের মধ্যে এটা একেবারে প্রথমে চলে এসেছে। প্রথমে অনুদানের পরিমাণ ৫০০ বিলিয়ন ইউরো থাকলেও এ সংখ্যাটি কমিয়ে পরে ৩৯০ বিলিয়নে নিয়ে আসা হয়েছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস বলেন, ‘ইইউ আগে কখনো ভবিষ্যতের জন্য এ জাতীয় বিনিয়োগ করেনি।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আজ ইউরোপের জন্য এক ঐতিহাসিক দিন। অনেক উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল এটি।’
ইউরোপা সেন্টারের মূল কক্ষে ২৭ জন নেতা এ প্যাকেজটির চূড়ান্ত অনুমোদনের আগ্রহ নিয়ে অপেক্ষ করছিলেন।
শীর্ষ সম্মেলনের আয়োজক চার্লস মিশেল তার এক টুইট বার্তায় বলেন, ‘আমরা এটা করতে পেরেছি। ঐক্যবদ্ধ ইউরোপ।’
এ বিষয়ে বলতে গিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘অসাধারণ পরিস্থিতি অসাধারণ প্রচেষ্টাই দাবি রাখে।