করোনার ভ্যাকসিন সহজলভ্য করে বিশ্বের সব দেশে পৌঁছে দিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করা উচিত বলে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস।
তিনি বলেন, এমন যেন না হয় যে যেসব দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী শুধু সেই দেশের মানুষই ভ্যাকসিন পায়। দরিদ্র দেশগুলো যাতে ভ্যাকসিন পৌঁছে সেই ব্যবস্থাও করতে হবে। করোনা থেকে বিশ্বকে পুরোপুরি মুক্ত করতে, অর্থনৈতিক পুনরুদ্ধারে ভ্যাকসিনের সমবন্টনের বিকল্প নেই বলেও জানান সংস্থাটির প্রধান।
ভ্যাকসিনের সমান বণ্টন নিশ্চিত করতে রাজনৈতিক প্রতিশ্রুতি খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান আধানম।