পোড়া তেলে খাবার তৈরি, দুই কারখানাকে অর্থদণ্ড
- Update Time : ০৮:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 133
সাভার অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই, চানাচুর, বিস্কিট, নিমকি তৈরির দায়ে সাভারে দুইটি পৃথক কারখানাকে চার লাখ টাকা জরিমানা এবং কাঁচামাল ধ্বংস করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিছুর রহমানের নেতৃত্বে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় অনিক ফুড প্রোডাক্টের মালিক ইমরান হোসেনকে তিন লাখ টাকা অর্থদণ্ড এবং সাভার মডেল থানাধীন মগমা পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে চানাচুর, বিস্কিট, নিমকি তৈরির দায়ে রেবা রাণী সাহা ফুড প্রোডাক্টের তত্ত্বাবধায়ক দুলাল সাহাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
একই সঙ্গে উভয় কারখানার অস্বাস্থ্যকর কাঁচামাল ধ্বংস করা হয়।