করোনায় ছয় মাস বন্ধের পর সিনেমা হল খুললো চীনে

  • Update Time : ০৮:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / 144

 

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ছয় মাস ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে সিনেমা হল খুলেছে চীনে। দেশটিতে করোনার সংক্রমণ নিম্নপর্যায়ে নেমের আসার দীর্ঘদিন পর এই সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। করোনা সংক্রমণ কমে যাওয়ায় সিনেমা হল খোলার দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে চীনের ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন বৈঠক করে সিদ্ধান্ত দাবি জানানো হয় যে, খুব কম সংক্রমিত এলাকায় খুলে সিনেমা হল খুলে দেয়া হোক। হল পূর্ণ করে নয় বরং ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু হোক স্ক্রিন।

তবে করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ মেনেই সিনেমা হলে প্রবেশ করতে পারবেন দর্শকরা। হল কর্মীদের প্রত্যেককে মাস্ক পরতে হবে। এছাড়া দর্শকদেরও সবার মাস্ক বাধ্যতামূলক, স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা করে হলে প্রবেশ করানো হবে।

প্রেক্ষাগৃহের ভিতরে অন্তত এক মিটার দূরত্ব রেখে বসতে হবে দর্শকদের, কোনো খাবার বা পানীয় সরবরাহ করা হবে না। টিকিট আগে থেকে অনলাইনে কেটে রাখতে হবে।

করোনাভাইরাস মহামারি চীন থেকে শুরু হলেও দেশটিতে এখন এর প্রকোপ একেবারেই কমে এসেছে। এরই মধ্যে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় ছয় মাস বন্ধের পর সিনেমা হল খুললো চীনে

Update Time : ০৮:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ছয় মাস ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে সিনেমা হল খুলেছে চীনে। দেশটিতে করোনার সংক্রমণ নিম্নপর্যায়ে নেমের আসার দীর্ঘদিন পর এই সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। করোনা সংক্রমণ কমে যাওয়ায় সিনেমা হল খোলার দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে চীনের ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন বৈঠক করে সিদ্ধান্ত দাবি জানানো হয় যে, খুব কম সংক্রমিত এলাকায় খুলে সিনেমা হল খুলে দেয়া হোক। হল পূর্ণ করে নয় বরং ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু হোক স্ক্রিন।

তবে করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ মেনেই সিনেমা হলে প্রবেশ করতে পারবেন দর্শকরা। হল কর্মীদের প্রত্যেককে মাস্ক পরতে হবে। এছাড়া দর্শকদেরও সবার মাস্ক বাধ্যতামূলক, স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা করে হলে প্রবেশ করানো হবে।

প্রেক্ষাগৃহের ভিতরে অন্তত এক মিটার দূরত্ব রেখে বসতে হবে দর্শকদের, কোনো খাবার বা পানীয় সরবরাহ করা হবে না। টিকিট আগে থেকে অনলাইনে কেটে রাখতে হবে।

করোনাভাইরাস মহামারি চীন থেকে শুরু হলেও দেশটিতে এখন এর প্রকোপ একেবারেই কমে এসেছে। এরই মধ্যে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।