অবন্তিকার লেখনীতে কবিতা তাকে দেখছিলাম
- Update Time : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 231
তাকে দেখেছিলাম
– অবন্তিকা বড়গড়িয়া
.
ঠিক মনে পড়ছে না,
তোমাকে আমি কখন দেখেছিলাম।
কিন্তু দেখেছিলাম।
.
গায়ে মনে হয় সবুজ রঙের একটি শার্ট ছিল।
পায়ে ছিল জিন্স প্যান্ট।
ঘড়ি,
ওইটা তুমি পড়তেই না তখন।
.
তোমার হাসিটা কেন জানি না ব্যাতিক্রম মনে হত।
আর সেই তাকানো,
চোখে চোখ পড়লেই চোখটা নিচে নামিয়ে নিতাম।
ভয় করত,
যদি বুঝে ফেল তোমাকে ভাললাগে আমার।
.
অবশ্য তুমি বুঝে ফেলছিলে।
আমার খারাপ লাগেনি,
সম্পর্কটা তখন উন্নতির পথে আগাচ্ছিল।
অনুমতি দুজনেই দিয়েছিলাম।
.
দুজনের অনুমতিতেই সবটা শেষ হয়ে গেল।
আসলে ভালবাসা কিছুই না।
পরিবার সত্য,
সমাজ সত্য,
তোমার আর আমার সম্পর্কের বাস্তবতাটা সত্য,
কিন্তু এ জগতে ভালবাসা সত্য নয়।
.
এখন সম্পর্ক অনেক ভাল বন্ধুত্বের,ভালবাসার নয়।
তুমি আমার ভাল বন্ধু ছিলে,আছ এই অব্দি সত্য।
কিন্তু থাকবে কি না জানি না,
কারণ ভবিষ্যৎ আর বাস্তবতা তা মানবে না।
.
লেখক : শিক্ষার্থী,একদাশ শ্রেণী,রাজশাহী কলেজ।
.
Tag :