নেত্রকোনার হাওর পাড়ের ছেলে এবার বিসিএস পুলিশ ক্যাডার

  • Update Time : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • / 137
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার হাওর পাড়ের ছেলে এবার সদ্য প্রকাশিত ৩৮তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে এ এসপি পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

তাঁর এ অসামান্য সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুক ফেইজে রিতিমত খবরটি শুভাকাঙ্খীদের অভিনন্দনে ভাইরাল হয়েছে।

প্রত্যন্ত দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অব) একে এম শামছুল হক খসরুর ছেলে এ,কে এম সালিমুল হক (লেলিন) এ এসপি (পুলিশ ক্যাডার) পদে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এর আগে তিনি ৩৩তম বিসিএস (পোস্টাল) ক্যাডারে যোগদান করে বর্তমানে ‘সহকারি জেনারেল ম্যানেজার(মাঠ) হিসেবে ময়মনসিংহে কর্মরত আছেন।

স্কুল জীবনে তিনি নেত্রকোনা – আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়,,- শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) পড়াশোনা করেন।

সালিমুল হক বলেন,কোনো ক্যাডারকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। তথাপি আমার বাবার ঐকান্তিক ইচ্ছা এবং পুলিশের কাজের বৈচিত্রতার জন্যই মূলত পুলিশ ক্যাডার আমাকে আকৃষ্ট করে। তাছাড়া এই ক্যাডারে যোগদানের মাধ্যমেই সম্ভব সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করা।

সামাজিক বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজ যেহেতু পুলিশের উপর অর্পিত, তাই এখানে কাজের বৈচিত্র‍তার পাশাপাশি সুযোগ থাকে সাধারণ মানুষকে প্রত্যক্ষ সহযোগিতা করার।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগও আমার কাছে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় বলে মনে হয়। পুলিশ ক্যাডারে যোগদান করলে এসব মিশনে অংশগ্রহণেরও সুযোগ থাকে।

মূলত এ বিষয়গুলোর সাথে আরও কিছু পারিপার্শ্বিক বিষয় আমাকে ক্যাডার পরিবর্তনে উৎসাহিত করে। যার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেও ক্যাডার পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সকরকারি কর্ম কমিশন (পিএসপি)।

এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নেত্রকোনার হাওর পাড়ের ছেলে এবার বিসিএস পুলিশ ক্যাডার

Update Time : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার হাওর পাড়ের ছেলে এবার সদ্য প্রকাশিত ৩৮তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে এ এসপি পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

তাঁর এ অসামান্য সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুক ফেইজে রিতিমত খবরটি শুভাকাঙ্খীদের অভিনন্দনে ভাইরাল হয়েছে।

প্রত্যন্ত দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (অব) একে এম শামছুল হক খসরুর ছেলে এ,কে এম সালিমুল হক (লেলিন) এ এসপি (পুলিশ ক্যাডার) পদে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এর আগে তিনি ৩৩তম বিসিএস (পোস্টাল) ক্যাডারে যোগদান করে বর্তমানে ‘সহকারি জেনারেল ম্যানেজার(মাঠ) হিসেবে ময়মনসিংহে কর্মরত আছেন।

স্কুল জীবনে তিনি নেত্রকোনা – আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়,,- শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) পড়াশোনা করেন।

সালিমুল হক বলেন,কোনো ক্যাডারকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। তথাপি আমার বাবার ঐকান্তিক ইচ্ছা এবং পুলিশের কাজের বৈচিত্রতার জন্যই মূলত পুলিশ ক্যাডার আমাকে আকৃষ্ট করে। তাছাড়া এই ক্যাডারে যোগদানের মাধ্যমেই সম্ভব সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করা।

সামাজিক বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজ যেহেতু পুলিশের উপর অর্পিত, তাই এখানে কাজের বৈচিত্র‍তার পাশাপাশি সুযোগ থাকে সাধারণ মানুষকে প্রত্যক্ষ সহযোগিতা করার।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগও আমার কাছে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় বলে মনে হয়। পুলিশ ক্যাডারে যোগদান করলে এসব মিশনে অংশগ্রহণেরও সুযোগ থাকে।

মূলত এ বিষয়গুলোর সাথে আরও কিছু পারিপার্শ্বিক বিষয় আমাকে ক্যাডার পরিবর্তনে উৎসাহিত করে। যার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেও ক্যাডার পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সকরকারি কর্ম কমিশন (পিএসপি)।

এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।