করোনায় এনাম মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

  • Update Time : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 246
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল হায়দার (৫২) নামে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।

তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

হাসপাতালের আরেক চিকিৎসক রেজাউল করিম জানান, ডা. রফিকুল শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিনদিন আগে নমুনা পরীক্ষা করান। নমুনার ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি জানান, বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে তাকে জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

ডা. রফিকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় এনাম মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

Update Time : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল হায়দার (৫২) নামে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।

তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

হাসপাতালের আরেক চিকিৎসক রেজাউল করিম জানান, ডা. রফিকুল শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিনদিন আগে নমুনা পরীক্ষা করান। নমুনার ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি জানান, বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে তাকে জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

ডা. রফিকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।