চাঁদপুরে বার্ড সংস্থার প্রধান কার্যালয়ে ছিনতাইয়ের চেষ্টা!!
- Update Time : ০২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / 194
বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার কুমারডুগি এলাকায় বাংলাদেশ ইনিষ্টিটিউট অফ রিসার্চ এন্ড ডেভোলপমেন্ট (বার্ড) নামক একটি এনজিও সংস্থ্যার প্রধান কার্যালয়ে দিনে-দুপুরে ছিনতাইয়ের চেষ্টা চালায় দু’জন সন্ত্রাসি।
.
তারা হলেন, ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসি ও মাদক ব্যবসায়ি মোঃ রিপন সর্দার (৫৫) এবং মোঃ শাহজাহান বরকন্দাজ (৩৬)। হামলায় মারাত্বকভাবে আহত হন বার্ড এর সাধারণ পরিষদ সদস্য হাজী মোঃ রমজান খান (৭৫) এবং এরিয়া ম্যানেজার মোঃ তারেক হাসান (৪০)।
.
এদিকে ঘটনার পরই তারেক হাসান চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ৬৯৭। জিডির বিবরণ অনুযায়ী, অদ্য ১৫-০৬-২০২০ই তারিখে সকাল ১১:৩০ ঘটিকার সময় তিনি অফিসে দৈনন্দিন কাজ ও নগদ অর্থ হিসাব নিকাশ করছিলেন।
.
এমতবস্থায় শাহজাহান বরকন্দাজ জোর করিয়া অফিসে প্রবেশ করে ড্রয়ারে রক্ষিত নগদ টাকা ছিনতাই এর উদ্দেশ্যে হাত দিলে তারেক হাসান বাঁধা দেয়। এরপরই শাহাজাহান বরকন্দাজ এলোপাতারি কিল,ঘুষি, মারা শুরু করেন। এতে তিনি বেশ জখম হন। তার চিৎকার শুনে পিয়ন ও অফিসের অন্যান্যরা সাহায্যের জন্য এগিয়ে এলে শাহাজাহান নামক ঐ ব্যক্তি দোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় তার সহযোগী আগে থেকে বাহিরে অবস্থানরত রিপন সর্দারকে সহ তাদের দুজনকে আটকের চেষ্টা করলে তারা উভয়ে হাজী মোঃ রমজান খান এর উপর চড়াও হয় এবং তাকে মারধরকরে রক্তাক্ত ও জখম করে।
.
খোঁজ নিয়ে জানা যায় রিপন ও শাহাজাহান দ্বীর্ঘদিন ধরে ঐ এলাকায় ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। বার্ড কর্তৃপক্ষ তাদেরকে এ বিষয়ে পূর্বে একাধিকবার বাধা প্রদান করলেও তারা এখানে জমজমাট মাদক সেবনের আড্ডা ও ব্যবসা উভয়ই চালিয়ে আসছে।
.
জানা যায়, রিপন সর্দার এর নামে চাঁদপুর থানায় বৃহৎ একটি মোবাইল কোম্পানির ব্যাটারি চুরির মামলা চলমান রয়েছে এবং তাদের উভয়ের নামে চাঁদপুর মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এমতবস্থায় তাঁকে প্রশাসনের নিকট যেন কোন অভিযোগ না করেন সে মর্মে ও হুমকি-ধমকি প্রদান করেন। এতে করে আতংক আর উৎকণ্ঠার মধ্যে দিয়েই তিনি দিনযাপন করছেন।
Tag :