চাঁদপুরের মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন আর নেই

  • Update Time : ০৮:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • / 153

 

চাঁদপুর প্রতিনিধি:

একাধারে তিনি ছিলেন একজন সুবক্তা, লেখক ও গবেষক। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীরত্বের সঙ্গে লড়ে শত্রুবাহিনীকে পরাজিত করেছিলেন। তারপর থেকে আমৃত্যু পরাজয় নামক শব্দটিকে ঘৃণা করতেন। যে কারণে মৃত্যুর আগেও লেখে যান, ‘এক শত টাকার ওষুধ সারাবে করোনা’।

ডা. জাফরউল্লাহর এমন বক্তব্য পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর না ফেরার দেশে গেলেন লেখক, গবেষক, মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন। আজ মঙ্গলবার ভোর রাতে চাঁদপুর শহরের নিজ বাসায় মারা যান তিনি।

তার ফেসবুক ওয়াল ঘুরে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি পোস্ট দেন, তাতে লেখা ছিল এক শত টাকার ওষুধে করোনা সারাবে। সেখানে বিস্তারিত তথ্য দিয়ে ডা. জাফরউল্লাহর এমন একটি বক্তব্য তুলে ধরেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক নানা রোগে ভুগছিলেন দেলোয়ার হোসেন। এর মধ্যে ভোর রাতে কিছুটা অসুস্থবোধ করেন তিনি। পরে উপস্থিত কাউকে কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রকৌশলী দেলোয়ার হোসেনের নিকটাত্মীয় ডা. রফিকুল ইসলাম ফয়সাল জানান, খুব সম্ভবত কার্ডিয়াক অ্যাটাকে মারা যান তিনি।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন তিনি।

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার অলীপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের সময় সম্মুখসারির যোদ্ধা হিসেবে তার সুখ্যাতি আছে। যে কারণে চাঁদপুরে মুক্তিফৌজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। লেখক, গবেষক এবং একজন গুণী সংগঠক হিসেবে তার বেশ পরিচিতি ছিল। বিশ্বের কয়েকটি দেশ ভ্রমণ করেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ,জনস্বাস্থ্য এবং ভ্রমণ কাহিনী নিয়ে তার অসংখ্য লেখা রয়েছে।

মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সচিব মমিনউল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, সংগঠক লায়ন মাহমুদ হাসান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আরো বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তি।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুরের মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন আর নেই

Update Time : ০৮:০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

 

চাঁদপুর প্রতিনিধি:

একাধারে তিনি ছিলেন একজন সুবক্তা, লেখক ও গবেষক। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীরত্বের সঙ্গে লড়ে শত্রুবাহিনীকে পরাজিত করেছিলেন। তারপর থেকে আমৃত্যু পরাজয় নামক শব্দটিকে ঘৃণা করতেন। যে কারণে মৃত্যুর আগেও লেখে যান, ‘এক শত টাকার ওষুধ সারাবে করোনা’।

ডা. জাফরউল্লাহর এমন বক্তব্য পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর না ফেরার দেশে গেলেন লেখক, গবেষক, মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন। আজ মঙ্গলবার ভোর রাতে চাঁদপুর শহরের নিজ বাসায় মারা যান তিনি।

তার ফেসবুক ওয়াল ঘুরে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি পোস্ট দেন, তাতে লেখা ছিল এক শত টাকার ওষুধে করোনা সারাবে। সেখানে বিস্তারিত তথ্য দিয়ে ডা. জাফরউল্লাহর এমন একটি বক্তব্য তুলে ধরেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক নানা রোগে ভুগছিলেন দেলোয়ার হোসেন। এর মধ্যে ভোর রাতে কিছুটা অসুস্থবোধ করেন তিনি। পরে উপস্থিত কাউকে কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রকৌশলী দেলোয়ার হোসেনের নিকটাত্মীয় ডা. রফিকুল ইসলাম ফয়সাল জানান, খুব সম্ভবত কার্ডিয়াক অ্যাটাকে মারা যান তিনি।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন তিনি।

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার অলীপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের সময় সম্মুখসারির যোদ্ধা হিসেবে তার সুখ্যাতি আছে। যে কারণে চাঁদপুরে মুক্তিফৌজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। লেখক, গবেষক এবং একজন গুণী সংগঠক হিসেবে তার বেশ পরিচিতি ছিল। বিশ্বের কয়েকটি দেশ ভ্রমণ করেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ,জনস্বাস্থ্য এবং ভ্রমণ কাহিনী নিয়ে তার অসংখ্য লেখা রয়েছে।

মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সচিব মমিনউল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, সংগঠক লায়ন মাহমুদ হাসান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আরো বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তি।