দুবাই থেকে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

  • Update Time : ০৭:৪৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • / 168
নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার রাত ১২টা ২১ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এবং স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। সে দেশ থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ এবং দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

করোনাজনিত কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা ছিলেন অনেক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তাঁরা। এ অবস্থায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইনস আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


দুবাই থেকে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

Update Time : ০৭:৪৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার রাত ১২টা ২১ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এবং স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। সে দেশ থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ এবং দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

করোনাজনিত কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা ছিলেন অনেক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তাঁরা। এ অবস্থায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইনস আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে।