নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় বেনাপোলে কমতে শুরু করেছে যানজট

  • Update Time : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / 20

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

বেনাপোলে দীর্ঘদিনের যানজট সমস্যা দিন দিন কমতে শুরু করেছে। ক্যারিশমেটিক কারণ হিসেবে কাজ করেছে ২(দুই) সপ্তাহ আগে চালু করা নতুন বাস টার্মিনাল। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি রাজনৈতিক নানা জটিলতায় চালু করা সম্ভব হয়ে ওঠেনি। দেশের অভ্যন্তরীন সকল বাস/মিনিবাস ও ইজিবাইক বেনাপোল পৌরসভায় প্রবেশ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হত বেনাপোল শহর-বন্দর জুড়ে।

২০২৩ সালের ৫ মার্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেও কোনো ধরনের কার্যক্রম চালু ছিল না এই বাস টার্মিনালটিতে। ফলে, দিনের পর দিন বেনাপোল শহর ও বন্দর জুড়ে লেগে থাকতো ভয়াবহ যানজট। বেনাপোল-যশোর হাইওয়ে সহ বেনাপোল বাজার ও বেনাপোল স্থলবন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পোহাতে হতো ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হতো ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা দ্রুত বেনাপোলে পৌঁছালেও,এখানে এসে পড়তে হতো ভয়াবহ যানজটের কবলে। চরম ভোগান্তি নিয়ে পারাপার হতো যাত্রীরা। অপর দিকে, কমলমতী স্কুল,কলেজের শিক্ষার্থীরা যানজটের কারণে পায়ে হেটে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হতো। বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থল বন্দর হওয়ায় প্রতিদিন প্রায় পাঁচ’শ পণ্যবাহী ট্রাক ও আড়াই শত যাত্রীবাহী বাস চলাচল করে।

গত ৭ নভেম্বর/২০২৪ যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় বেনাপোল পৌর বাস টার্মিনালটি উদ্বোধন করেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক- কাজী নাজিব হাসান। সঙ্গে সহযোগীতা করেন ম্যাজিষ্ট্রেট-নুসরাত ইয়াসমীন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা ও বেনাপোল পৌর নির্বাহী অফিসার) ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া। ফলে, বেনাপোল এখন যানজট মুক্ত প্রায়। 

নতুন বাস টার্মিনালটিতে রয়েছে-২৪ ঘন্টা ফ্রি ওয়াইফাই, সার্বক্ষনিক সিসি ক্যামেরায় মনিটরিং, নামাজের জায়গা, ক্যাফেটেরিয়া, পুরুষ-মহিলাদের পৃথক ওয়াশব্লক। আগামী সপ্তাহেই চালু হতে যাচ্ছে অস্ত্র সহ আনসারের নিরাপত্তা ব্যবস্থা ও ব্রেস্ট ফিডিং কর্নার সহ আধুনিক যাত্রী সেবা। এ সব কথা জানিয়েছেন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক- কাজী নাজিব হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media


নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় বেনাপোলে কমতে শুরু করেছে যানজট

Update Time : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

বেনাপোলে দীর্ঘদিনের যানজট সমস্যা দিন দিন কমতে শুরু করেছে। ক্যারিশমেটিক কারণ হিসেবে কাজ করেছে ২(দুই) সপ্তাহ আগে চালু করা নতুন বাস টার্মিনাল। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি রাজনৈতিক নানা জটিলতায় চালু করা সম্ভব হয়ে ওঠেনি। দেশের অভ্যন্তরীন সকল বাস/মিনিবাস ও ইজিবাইক বেনাপোল পৌরসভায় প্রবেশ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হত বেনাপোল শহর-বন্দর জুড়ে।

২০২৩ সালের ৫ মার্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেও কোনো ধরনের কার্যক্রম চালু ছিল না এই বাস টার্মিনালটিতে। ফলে, দিনের পর দিন বেনাপোল শহর ও বন্দর জুড়ে লেগে থাকতো ভয়াবহ যানজট। বেনাপোল-যশোর হাইওয়ে সহ বেনাপোল বাজার ও বেনাপোল স্থলবন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পোহাতে হতো ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হতো ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা দ্রুত বেনাপোলে পৌঁছালেও,এখানে এসে পড়তে হতো ভয়াবহ যানজটের কবলে। চরম ভোগান্তি নিয়ে পারাপার হতো যাত্রীরা। অপর দিকে, কমলমতী স্কুল,কলেজের শিক্ষার্থীরা যানজটের কারণে পায়ে হেটে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হতো। বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থল বন্দর হওয়ায় প্রতিদিন প্রায় পাঁচ’শ পণ্যবাহী ট্রাক ও আড়াই শত যাত্রীবাহী বাস চলাচল করে।

গত ৭ নভেম্বর/২০২৪ যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় বেনাপোল পৌর বাস টার্মিনালটি উদ্বোধন করেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক- কাজী নাজিব হাসান। সঙ্গে সহযোগীতা করেন ম্যাজিষ্ট্রেট-নুসরাত ইয়াসমীন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা ও বেনাপোল পৌর নির্বাহী অফিসার) ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া। ফলে, বেনাপোল এখন যানজট মুক্ত প্রায়। 

নতুন বাস টার্মিনালটিতে রয়েছে-২৪ ঘন্টা ফ্রি ওয়াইফাই, সার্বক্ষনিক সিসি ক্যামেরায় মনিটরিং, নামাজের জায়গা, ক্যাফেটেরিয়া, পুরুষ-মহিলাদের পৃথক ওয়াশব্লক। আগামী সপ্তাহেই চালু হতে যাচ্ছে অস্ত্র সহ আনসারের নিরাপত্তা ব্যবস্থা ও ব্রেস্ট ফিডিং কর্নার সহ আধুনিক যাত্রী সেবা। এ সব কথা জানিয়েছেন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক- কাজী নাজিব হাসান।