বিজিআইসির প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ১২:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / 19
বীমা কিংবদন্তি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) এর প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্বাধীনতার পর জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বেসরকারি খাতের প্রথম বীমা কোম্পানি বিজিআইসি প্রতিষ্ঠা করেন। তাছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ছিলেন।
জনাব সামাদ বীমার ওপর বাংলায় দুটি বই লিখেছেন, একটি ‘জীবন বীমা’ এবং আরেকটি ‘সাধারণ বীমা’। জীবন বীমা বিষয়ে ইংরেজিতে দুটি বইও লিখেছেন। জীবন বীমা খাতের একজন কিংবদন্তি হওয়ার কারণে, জনাব সামাদ তার যোগ্যতা ও মেধা দিয়ে সাধারণ বীমার সংস্কারে অনেক অবদান রেখেছেন। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে তালিকাভুক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ ছিলেন।
জনাব সামাদ ইউএনডিপি ফেলোশিপ প্রোগ্রামের অধীনে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বীমা প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তিনি ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।