নবীনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 8

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দশম গ্রেট বাস্তবায়নের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলার ২১৮টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও হুরুয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মনির, চুওরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম কালন, বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চক্রবর্তী, বগডহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনা খানম, ধরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক মিয়া প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। বর্তমানে আমরা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছি। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স, উপ–সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবগণ ১০ম গ্রেডে বেতন পায়। অথচ একই যোগ্যতা সম্পন্ন হয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে থাকায় তারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্য নিরসন করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

Update Time : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দশম গ্রেট বাস্তবায়নের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলার ২১৮টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও হুরুয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মনির, চুওরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম কালন, বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চক্রবর্তী, বগডহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনা খানম, ধরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক মিয়া প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। বর্তমানে আমরা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছি। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, সিনিয়র নার্স, উপ–সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবগণ ১০ম গ্রেডে বেতন পায়। অথচ একই যোগ্যতা সম্পন্ন হয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে থাকায় তারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্য নিরসন করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।