পাকিস্তান সিরিজের বোনাস বুঝে পেলেন ক্রিকেটাররা, কার ভাগে কত

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : ১২:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 64

 

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছেন ক্রিকেটাররা। ২-০ ব্যবধানে শান মাসুদের দলকে ধলধোলাই করেছে বাংলাদেশ। এবার সে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছে বাংলাদেশ দল। ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানো হয়। বর্তমানে র‌্যাংকিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা। আর সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে পান। ফলে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় প্রতি ক্রিকেটারের ৮ লাখ টাকা বোনাস পাওয়ার কথা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড় প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে।

তবে পাকিস্তানে টেস্ট জেতার পরপরই বিসিবি জানিয়ে দেয়, এবার ক্রিকেটাররা দ্বিগুণ বোনাস পাবেন। অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। পাকিস্তান সিরিজের দলের প্রতিটি ক্রিকেটার উইনিং বোনাস পেয়েছেন ১৬ লাখ টাকা করে। সঙ্গে যোগ হয়েছে ফারুক আহমেদের বোর্ডের দেওয়া বিশেষ ৮০ লাখ টাকা বোনাস। সবমিলিয়ে ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা।

পুরস্কার প্রাপ্তির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, বোনাসের একটি অংশ বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তান সিরিজের বোনাস বুঝে পেলেন ক্রিকেটাররা, কার ভাগে কত

Update Time : ১২:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

 

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছেন ক্রিকেটাররা। ২-০ ব্যবধানে শান মাসুদের দলকে ধলধোলাই করেছে বাংলাদেশ। এবার সে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছে বাংলাদেশ দল। ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির সর্বশেষ বোর্ড সভায় বোনাসের অঙ্ক বাড়ানো হয়। বর্তমানে র‌্যাংকিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জয়ের জন্য ১৫ সদস্যের দলের প্রত্যেক ক্রিকেটার বোনাস পান ৪ লাখ টাকা। আর সিরিজ জয়ের জন্য বোনাস আরও ৪ লাখ টাকা করে পান। ফলে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতায় প্রতি ক্রিকেটারের ৮ লাখ টাকা বোনাস পাওয়ার কথা। সঙ্গে সিরিজ জয়ের বোনাস যোগ হয়ে খেলোয়াড় প্রতি বোনাস হওয়ার কথা ১২ লাখ টাকা করে।

তবে পাকিস্তানে টেস্ট জেতার পরপরই বিসিবি জানিয়ে দেয়, এবার ক্রিকেটাররা দ্বিগুণ বোনাস পাবেন। অর্থাৎ শুধু টেস্ট জয়ের বোনাসই এখন ৮ লাখ টাকা। পাকিস্তান সিরিজের দলের প্রতিটি ক্রিকেটার উইনিং বোনাস পেয়েছেন ১৬ লাখ টাকা করে। সঙ্গে যোগ হয়েছে ফারুক আহমেদের বোর্ডের দেওয়া বিশেষ ৮০ লাখ টাকা বোনাস। সবমিলিয়ে ক্রিকেটার প্রতি বোনাস দাঁড়িয়েছে ২০ লাখ টাকা।

পুরস্কার প্রাপ্তির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, বোনাসের একটি অংশ বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন তারা।