রাওয়ালপিন্ডিতে স্বপ্নময় চতুর্থ দিন শুরু বাংলাদেশের
- Update Time : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / 20
রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত আটকে দেওয়ার স্বপ্ন বোলারদের।
আবহাওয়ার পূর্ভাবাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকাল থেকে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে।
সোমবার (২ সেপ্টেম্বর) ৯ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। আগের দিনের অপরাজিত সাইম আইয়ুবের সঙ্গে ব্যাট করতে নেমেছেন অধিনায়ক শান মাসুদ।
এর আগে নাইট ওয়াচম্যান খুররম শেহজাদের আউটের মধ্যে দিয়ে শেষ হয় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। যদিও দিনের শুরুতে দাপট ছিল পাকিস্তানের বোলারদের।
বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। লক্ষ্য ছিল লিড নেওয়ার। তবে হতশ্রী ব্যাটিং আর ব্যাটারদের দায়িত্বহীনতায় লিড নেওয়া তো দূরের কথা, উল্টো ফলোঅনের আশঙ্কায় পড়ে সফরকারীরা।
দিনের শুরু থেকে অস্বস্তিতে ভুগছিলেন জাকির হাসান। ব্যক্তিগত ১ রানে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবকার আহমেদের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমানকে সাজঘরে ফেরান খুররম। ২৩ বলে ১০ রানে বোল্ড হন বাঁহাতি এ ব্যাটার।
একই ওভারে খুররমের তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে মুমিনুল হককে আউট করেন মীর হামজা। মাত্র ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
মীর হামজার পরের শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। উইকেটকিপারের হাতে ধরা পড়েন মুশফিক। এতে ফলোঅনের পাশাপাশি সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রান, টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
খুররমের চতুর্থ শিকার সাকিব আল হাসান। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় কাঁপছিল বাংলাদেশ। তবে লিটনের পর মিরাজের অর্ধশতকে ফলোঅন এড়ায় টাইগাররা।
ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক করেন লিটন। এরপর মিরাজও করেন অর্ধশতক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দেশের বাইরে একই টেস্টে ৫ উইকেট ও অর্ধশতক করেন মিরাজ। টেস্টে মিরাজের এটি অষ্টম অর্ধশতক। এ ছাড়া ৮ নম্বর বা এর পরে ব্যাট করতে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতক তার (৭টি)।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করে আউট হন মিরাজ। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। এরপর তাসকিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খুররম। লিটন দাসের ২২৮ বলে ১৩৮ রান করেন। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৬২ রানে।