ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
- Update Time : ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / 33
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) থেকে পাঠানো এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাইফুদ্দীন আহমদকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেন।
চিঠিতে নতুন প্রক্টর হিসেবে বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্যতার কথা এবং এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এ ছাড়া, এতে প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে সাইফুদ্দীন আহমদের যোগদানপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যলায়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদানের পূর্বে সাইফুদ্দীন আহমদ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যায়ন এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব নিরসন, রাজনীতি, পাবলিক পলিসি, লোক প্রশাসন ও স্থানীয় সরকার।